এবার পুজোতেও অনুব্রত মন্ডলকে জেলেই থাকতে হবে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ অনুযায়ী গরু পাচার মামলায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। এদিকে, জেল হেফাজত শেষে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বীরভূম জেলা তৃণমূল সভাপতির জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

যার নিট ফল, গত বছরের মতো এবারও পুজোয় জেলেই থাকতে হবে দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। বিচারকের নির্দেশে স্বাভাবিকভাবেই হতাশ অনুব্রত। পরিবারের সদস্যদের সঙ্গে পুজোয় সময় কাটাতেন। অনুব্রত আসবেন জেনে পরিবার যেমন খুশি হতো, একইভাবে গ্রামের লোকজনেরও দারুণ উচ্ছ্বাস হতো। তাঁকে দেখতে রীতিমতো ভিড় জমে যেত বাড়ির সামনে। শুধু গ্রামের লোকেরাই নন, আশেপাশের গ্রাম থেকেই ছেলে বুড়োরা ছুটে আসতেন অনুব্রতকে সামনে থেকে দেখবেন বলে। একেবারে যেন তারকাদর্শন। রীতিমতো পাত পেড়ে খাওয়ানো হত সে সময়।দলের কর্মী সমর্থকদের নিমন্ত্রণ পর্যন্ত থাকত।
