Wednesday, August 27, 2025

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar) খুনের ঘটনায় ইতিমধ্যে ভারত-কানাডা (India Canada) সম্পর্ক তলানিতে ঠেকেছে। যত দিন যাচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। ইতিমধ্যে কানাডায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুতদের উপর চরম আঘাত হানছে শিখ ফর জাস্টিস সংগঠন। এমন আবহে ফের দুষ্কৃতীদের গুলিতে কানাডায় মৃত্যু হল মোস্ট ওয়ান্টেড আরও এক খলিস্তানি সন্ত্রাসবাদীর। মৃত খালিস্তানি নেতার নাম সুখা ডুনেকা (Sukha Duneka) ওরফে সুখদুল সিং। জানা যাচ্ছে, গ্যাংয়ের মধ্যে অন্তঃদ্বন্দ্বের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে সুখদুল খলিস্তানি জঙ্গি আর্শদীপ সিং ওরফে আর্শ ডালার ঘনিষ্ঠ বলে পরিচিত। বহু দিন ধরেই আর্শদীপকে হাতে পেতে তৎপর ভারত। তার মধ্যে এমন খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

বুধবার রাতে কানাডার উইনিপেগে গুলি করে খুন করা হয় সুখা ডুনেকাকে। মৃত খালিস্তানি নেতাকে লক্ষ্য করে মোট ১৫ বার গুলি করা হয় বলে খবর। আর এই ঘটনার সঙ্গে গত ১৮ জুন খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের সঙ্গে অনেক সাদৃশ্য রয়েছে বলে দাবি করছে একাধিক সংবাদমাধ্যম। ইতিমধ্যে সুখদুলকে হত্যার দায় স্বীকার করেছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Laurence Bishnoi)। ইতিমধ্যে বিষ্ণোই গ্যাংয়ের তরফে প্রকাশিত একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, পাপের শাস্তি পেয়েছেন সুখদুল। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করে দেশ ছেড়েছিলেন আদপে পঞ্জাবের বাসিন্দা সুখদুল। তখনই তাঁর বিরুদ্ধে সাতটি অপরাধের মামলা দায়ের হয়েছিল। এদিকে সুখদুলকে পালাতে সাহায্য করার অভিযোগে পাঞ্জাবের মোগা অঞ্চলের দুই পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে কানাডায় ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সুখদুল। কানাডায় ভারতীয় হাইকমিশনের অফিসে হামলায় তার হাত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

তবে এখানেই শেষ নয়, ভারতে নাশকতা চালানো জন্য আর্থিক সাহায্যও করত সে। সুখদুলের বিরুদ্ধে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানে নাশকতা চেষ্টার অভিযোগ রয়েছে। খালিস্তানি নেতার বিরুদ্ধে হত্যা সহ মোট ২০টি মামলা রয়েছে । তদন্তকারী সংস্থা এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায়ও ছিল মৃত খালিস্তানি নেতার নাম। এদিকে কানাডার মাটিতে সে দেশের খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর ‘ভূমিকা’ রয়েছে বলে সোমবার অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঘটনাচক্রে, ট্রুডোর ওই বিবৃতির পরেই কানাডার এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়। ওই পদক্ষেপের প্রতিক্রিয়ায় মঙ্গলবার কেন্দ্রীয় সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়।

 

 

 

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version