Sunday, August 24, 2025

বৃষ্টিতে ভেস্তে ম‍্যাচ, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

Date:

এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা দল। বৃহস্পতিবার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে খেলতে নামেন স্মৃতি মান্ধনা, শেফালি বর্মারা। প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। কিন্তু বৃষ্টির কারণে সেই ম‍্যাচ ভেস্তে যায়। উচ্চ র‌্যাঙ্কিংয়ের কারণে সেমিতে পৌঁছে গেল ভারতের প্রমিলা দল।

এশিয়া কাপের মতন এশিয়ান গেমসেও বৃষ্টি। ভারতের খেলা ছিল স্থানীয় সময় সকাল ৯টা থেকে। কিন্তু খেলা শুরুই করা যায়নি বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত খেলা শুরু হলে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন ২০ ওভারের বদলে ১৫ ওভারের ম্যাচ করা হবে। প্রথমে ব‍্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শেফালি। সবচেয়ে বেশি মারকুটে মেজাজে ছিলেন তিনি। মালয়েশিয়ার কোনও বোলারকেই ছেড়ে কথা বলেননি শেফালি। চারটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৬৭ রান করে আউট হন তিনি। ৪৭ রানে অপরাজিত রডরিগেজ। ২৭ স্মৃতি মান্ধনা। মালয়েশিয়া ব্যাট করতে নেমে সবে ১ রান করে, তার মধ্যেই আবার বৃষ্টি নামে। আর খেলা শুরু করা যায়নি। সেমিফাইনালে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

এশিয়ান গেমসের নিয়মে, নকআউটের কোনও ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে যে দল র‌্যাঙ্কিংয়ে আগে রয়েছে, তারাই পরের পর্বে যাবে। ভারত এই প্রতিযোগিতায় শীর্ষ বাছাই দল হিসাবে খেলছে। সেখানে মালয়েশিয়া অনেক পিছনে। তাই ভারত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন:বিশের বিশ্বকাপে মার্কিন মুলুকের তিন শহরের নাম ঘোষণা ICC-এর!

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version