Sunday, August 24, 2025

বৃষ্টিতে ভেস্তে ম‍্যাচ, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

Date:

এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা দল। বৃহস্পতিবার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে খেলতে নামেন স্মৃতি মান্ধনা, শেফালি বর্মারা। প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। কিন্তু বৃষ্টির কারণে সেই ম‍্যাচ ভেস্তে যায়। উচ্চ র‌্যাঙ্কিংয়ের কারণে সেমিতে পৌঁছে গেল ভারতের প্রমিলা দল।

এশিয়া কাপের মতন এশিয়ান গেমসেও বৃষ্টি। ভারতের খেলা ছিল স্থানীয় সময় সকাল ৯টা থেকে। কিন্তু খেলা শুরুই করা যায়নি বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত খেলা শুরু হলে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন ২০ ওভারের বদলে ১৫ ওভারের ম্যাচ করা হবে। প্রথমে ব‍্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শেফালি। সবচেয়ে বেশি মারকুটে মেজাজে ছিলেন তিনি। মালয়েশিয়ার কোনও বোলারকেই ছেড়ে কথা বলেননি শেফালি। চারটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৬৭ রান করে আউট হন তিনি। ৪৭ রানে অপরাজিত রডরিগেজ। ২৭ স্মৃতি মান্ধনা। মালয়েশিয়া ব্যাট করতে নেমে সবে ১ রান করে, তার মধ্যেই আবার বৃষ্টি নামে। আর খেলা শুরু করা যায়নি। সেমিফাইনালে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

এশিয়ান গেমসের নিয়মে, নকআউটের কোনও ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে যে দল র‌্যাঙ্কিংয়ে আগে রয়েছে, তারাই পরের পর্বে যাবে। ভারত এই প্রতিযোগিতায় শীর্ষ বাছাই দল হিসাবে খেলছে। সেখানে মালয়েশিয়া অনেক পিছনে। তাই ভারত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন:বিশের বিশ্বকাপে মার্কিন মুলুকের তিন শহরের নাম ঘোষণা ICC-এর!

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version