Saturday, January 10, 2026

মাথায় ভোট রাজনীতির অংক, পাহাড়ের জন্য অর্থ বরাদ্দ কেন্দ্রের! 

Date:

Share post:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha election) আর সেখানে বাংলার মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টায় এবার উত্তরের জন্য অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার (Government of India)। পাহাড়ের দুই জেলার (দার্জিলিং ও কালিম্পং) উন্নয়নের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের (Union Ministry of Rural Development) থেকে মোট ৮৩ কোটি টাকা আর্থিক বরাদ্দের খবর এসে পৌঁছেছে বলেই নবান্ন (Nabanna) সূত্রে খবর। পঞ্চদশ অর্থ কমিশন অনুযায়ী এই টাকা বরাদ্দ করা হয়েছে। এই খাতে আগামীতে আরও টাকা আসবে বলে মনে করা হচ্ছে।

বাংলার মানুষকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government)। ১০০ দিনের প্রাপ্য টাকা আদায়ের দাবিতে এবার রাজধানীতে গিয়ে আন্দোলনের কথা জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশের তরফে বারবার অনুমতি নাকচ করে দেওয়া হচ্ছে। কিন্তু হাল ছাড়তে রাজি নয় জোড়া ফুল শিবির। প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও জানানো হয়েছে। এরই মাঝে কেন্দ্রের এই অর্থ বরাদ্দে ভোট রাজনীতির ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

জানা যাচ্ছে জিটিএ আওতাভুক্ত এলাকায় এই বরাদ্দকৃত অর্থ খরচ করা হবে। জিটিএ নিজের মতো করে গ্রামোন্নয়নের কাজে এই টাকা ব্যবহার করতে পারবে।কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে এই ৮৩ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।পাহাড়ে দীর্ঘদিন পরে এবার ফের পঞ্চায়েত নির্বাচন হয়েছে। দুই স্তরে বোর্ডও গঠন হয়ে গিয়েছে। এবার দুই জেলা মিলিয়ে পাহাড়ের মোট ১১২ টি গ্রাম পঞ্চায়েত ও ৯টি পঞ্চায়েত সমিতির উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ পাঠাল কেন্দ্র। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার আসার পর থেকেই পাহাড়ে শান্তি ফিরেছে। এখন নির্বাচনের ঠিক আগে কেন্দ্রের এভাবে টাকা পাঠানোর কী প্রভাব পড়ে, তার দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...