Friday, August 22, 2025

কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে। আর সেই প্রবাদকেই এবার সত্যি করলেন ভদ্রেশ্বরের (Bhadreswar) এক যুবক। সম্প্রতি বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব সামলাতে বাড়িতে বাড়িতে তৈরি করা চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছিল ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার বাসিন্দা সৌরভ আলি (Sourav Ali)। গ্রাজুয়েশনের (Graduation) গণ্ডি সম্পন্ন করে আইটিআই পাশ করেও কোনো চাকরি না পেয়ে অবশেষে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করত এই যুবক। আর সেই বা বিক্রি করেই এবার সংবাদ শিরোনামে উঠে এল সৌরভ।

তেলিনিপাড়া ভিক্টোরিয়া জুটমিল থেকে শুরু চা বিক্রি। তারপর ফুটপাতে ছোটো দোকান। পাশাপাশি ফোনের মাধ্যমে বাড়িতে বা অফিসেও চা পোঁছে দিত সে। পরিবারের সকলের মুখে দুবেলা অন্ন জোগাতে এই পথকেই বেছে নেয় সে। এরপর ধীরে ধীরে বাড়ির কাছেই একটি দোকান নিয়ে চা বিক্রি শুরু করে সে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার দোকানে করে নানা রকম আইটেমের চা তৈরি করে সকলের কাছে চায়ের নাম ছড়িয়ে পড়ল সকলের মুখে মুখে। নাম ফালতু চা। নামে ফালতু হলে কি হবে। স্বাদে, গন্ধে সেই চা মন মজে ওঠার মত চা। সাধারণ মানুষ থেকে শিক্ষক, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ত্ব সকলের মুখে ফালতু চায়ের প্রশংসা।

বহু মানুষ চা খেতে সোজা পোঁছে যাচ্ছেন সেই দোকানে। মানুষ চা পান করতে আসছে তেলিপাড়ার আর কে এম ষ্ট্রীট এর রেলওয়ে লাইনে সৌরভের ফালতু চায়ের দোকানে। সৌরভ জানান, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভাই মহম্মদ আলমগীর, মহম্মদ আসলাম আলি, মহম্মদ রুস্তম আলী ও জাফর আলি। সৌরভ ইতিমধ্যে পেয়ে সরকারি রেজিষ্ট্রেশন সার্টিফিকেটও পেয়েছে। চা বিক্রেতা আরও জানিয়েছেন, জাতপাত ভুলে সবাই ফালতু চায়ের দোকানে এসে বিভিন্ন ধরনের চা পান করে। সৌরভের কথায় সকলের আশীর্বাদ না থাকলে এই ব্যবসা করতে পারতাম না।

 

 

 

 

 

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version