Friday, August 22, 2025

স্কুল জীবনে শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এর জন্য রেজিস্ট্রেশনের কাজ ক্লাস নাইনেই করতে হয়। কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোনও ভুল থাকে, তবে তা ঠিক করতে এক ১০০০ টাকা ফাইন (Fine) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু একজন পড়ুয়া এত টাকা কী ভাবে দেবেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এবার মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) স্পষ্ট জানিয়ে দিল, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে পড়ুয়ার তথ্যে যদি কোনও ভুল থাকে, তবে তার দায় নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

জরিমানার অঙ্ক নিয়ে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফর্ম পূরণ করার পরেও ভুল সংশোধনের জন্য অনেক সময় দেওয়া হয়। কিন্তু তারপরও যদি ভুল থাকে তবে সেটা অবহেলা ছাড়া আর কিছুই না। কিন্তু সংশোধনের নামে এত টাকা জরিমানা আসলে ছাত্র স্বার্থ বিরোধী বলে দাবি করেন অনেকে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সাল থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করার ব্যবস্থা করা হয়েছিল। সে বছর ৯ হাজার ৮৪৩টি ভুল সংশোধনের আবেদন জমা পড়েছিল। ২০২২ সালে সেই সংখ্যা ৪ হাজার ৪৬০-এ নেমে আসে। এ বছর অনলাইনে ৭০ হাজার ৫৩২টি ভুল তথ্যের যাচাইকরণ করেছে স্কুল। কিন্তু এরপরেও কিছু ভুল থেকে গেছে। ৩২টি স্কুলের তরফে ৭২ জন পড়ুয়ার দু’বার করে এন্ট্রি করা হয়েছে। ১৮২টি স্কুল অনলাইনে তথ্য যাচাই প্রক্রিয়ায় অংশই নেয়নি। পর্ষদের তরফে বলা হয়েছে, পড়ুয়ারা যাতে তাঁদের তথ্য পুনরায় যাচাই করতে পারে ও প্রয়োজনে সংশোধন করে সেই কারণে সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version