Monday, November 3, 2025

স্কুল জীবনে শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এর জন্য রেজিস্ট্রেশনের কাজ ক্লাস নাইনেই করতে হয়। কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোনও ভুল থাকে, তবে তা ঠিক করতে এক ১০০০ টাকা ফাইন (Fine) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু একজন পড়ুয়া এত টাকা কী ভাবে দেবেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এবার মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) স্পষ্ট জানিয়ে দিল, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে পড়ুয়ার তথ্যে যদি কোনও ভুল থাকে, তবে তার দায় নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

জরিমানার অঙ্ক নিয়ে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফর্ম পূরণ করার পরেও ভুল সংশোধনের জন্য অনেক সময় দেওয়া হয়। কিন্তু তারপরও যদি ভুল থাকে তবে সেটা অবহেলা ছাড়া আর কিছুই না। কিন্তু সংশোধনের নামে এত টাকা জরিমানা আসলে ছাত্র স্বার্থ বিরোধী বলে দাবি করেন অনেকে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সাল থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করার ব্যবস্থা করা হয়েছিল। সে বছর ৯ হাজার ৮৪৩টি ভুল সংশোধনের আবেদন জমা পড়েছিল। ২০২২ সালে সেই সংখ্যা ৪ হাজার ৪৬০-এ নেমে আসে। এ বছর অনলাইনে ৭০ হাজার ৫৩২টি ভুল তথ্যের যাচাইকরণ করেছে স্কুল। কিন্তু এরপরেও কিছু ভুল থেকে গেছে। ৩২টি স্কুলের তরফে ৭২ জন পড়ুয়ার দু’বার করে এন্ট্রি করা হয়েছে। ১৮২টি স্কুল অনলাইনে তথ্য যাচাই প্রক্রিয়ায় অংশই নেয়নি। পর্ষদের তরফে বলা হয়েছে, পড়ুয়ারা যাতে তাঁদের তথ্য পুনরায় যাচাই করতে পারে ও প্রয়োজনে সংশোধন করে সেই কারণে সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version