Monday, November 3, 2025

স্কুল জীবনে শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এর জন্য রেজিস্ট্রেশনের কাজ ক্লাস নাইনেই করতে হয়। কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোনও ভুল থাকে, তবে তা ঠিক করতে এক ১০০০ টাকা ফাইন (Fine) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু একজন পড়ুয়া এত টাকা কী ভাবে দেবেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এবার মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) স্পষ্ট জানিয়ে দিল, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে পড়ুয়ার তথ্যে যদি কোনও ভুল থাকে, তবে তার দায় নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

জরিমানার অঙ্ক নিয়ে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফর্ম পূরণ করার পরেও ভুল সংশোধনের জন্য অনেক সময় দেওয়া হয়। কিন্তু তারপরও যদি ভুল থাকে তবে সেটা অবহেলা ছাড়া আর কিছুই না। কিন্তু সংশোধনের নামে এত টাকা জরিমানা আসলে ছাত্র স্বার্থ বিরোধী বলে দাবি করেন অনেকে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সাল থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করার ব্যবস্থা করা হয়েছিল। সে বছর ৯ হাজার ৮৪৩টি ভুল সংশোধনের আবেদন জমা পড়েছিল। ২০২২ সালে সেই সংখ্যা ৪ হাজার ৪৬০-এ নেমে আসে। এ বছর অনলাইনে ৭০ হাজার ৫৩২টি ভুল তথ্যের যাচাইকরণ করেছে স্কুল। কিন্তু এরপরেও কিছু ভুল থেকে গেছে। ৩২টি স্কুলের তরফে ৭২ জন পড়ুয়ার দু’বার করে এন্ট্রি করা হয়েছে। ১৮২টি স্কুল অনলাইনে তথ্য যাচাই প্রক্রিয়ায় অংশই নেয়নি। পর্ষদের তরফে বলা হয়েছে, পড়ুয়ারা যাতে তাঁদের তথ্য পুনরায় যাচাই করতে পারে ও প্রয়োজনে সংশোধন করে সেই কারণে সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version