Saturday, November 8, 2025

কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে। আর সেই প্রবাদকেই এবার সত্যি করলেন ভদ্রেশ্বরের (Bhadreswar) এক যুবক। সম্প্রতি বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব সামলাতে বাড়িতে বাড়িতে তৈরি করা চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছিল ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার বাসিন্দা সৌরভ আলি (Sourav Ali)। গ্রাজুয়েশনের (Graduation) গণ্ডি সম্পন্ন করে আইটিআই পাশ করেও কোনো চাকরি না পেয়ে অবশেষে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করত এই যুবক। আর সেই বা বিক্রি করেই এবার সংবাদ শিরোনামে উঠে এল সৌরভ।

তেলিনিপাড়া ভিক্টোরিয়া জুটমিল থেকে শুরু চা বিক্রি। তারপর ফুটপাতে ছোটো দোকান। পাশাপাশি ফোনের মাধ্যমে বাড়িতে বা অফিসেও চা পোঁছে দিত সে। পরিবারের সকলের মুখে দুবেলা অন্ন জোগাতে এই পথকেই বেছে নেয় সে। এরপর ধীরে ধীরে বাড়ির কাছেই একটি দোকান নিয়ে চা বিক্রি শুরু করে সে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার দোকানে করে নানা রকম আইটেমের চা তৈরি করে সকলের কাছে চায়ের নাম ছড়িয়ে পড়ল সকলের মুখে মুখে। নাম ফালতু চা। নামে ফালতু হলে কি হবে। স্বাদে, গন্ধে সেই চা মন মজে ওঠার মত চা। সাধারণ মানুষ থেকে শিক্ষক, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ত্ব সকলের মুখে ফালতু চায়ের প্রশংসা।

বহু মানুষ চা খেতে সোজা পোঁছে যাচ্ছেন সেই দোকানে। মানুষ চা পান করতে আসছে তেলিপাড়ার আর কে এম ষ্ট্রীট এর রেলওয়ে লাইনে সৌরভের ফালতু চায়ের দোকানে। সৌরভ জানান, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভাই মহম্মদ আলমগীর, মহম্মদ আসলাম আলি, মহম্মদ রুস্তম আলী ও জাফর আলি। সৌরভ ইতিমধ্যে পেয়ে সরকারি রেজিষ্ট্রেশন সার্টিফিকেটও পেয়েছে। চা বিক্রেতা আরও জানিয়েছেন, জাতপাত ভুলে সবাই ফালতু চায়ের দোকানে এসে বিভিন্ন ধরনের চা পান করে। সৌরভের কথায় সকলের আশীর্বাদ না থাকলে এই ব্যবসা করতে পারতাম না।

 

 

 

 

 

 

Related articles

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...
Exit mobile version