Tuesday, August 26, 2025

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সময়সূচিতে বড় বদল, কতক্ষণ মিলবে পরিষেবা?

Date:

রাজ্যের শ্রমিক থেকে শুরু করে দিনমজুরদের কথা মাথায় রেখে এবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সময়সূচিতে বড় বদল (Major changes in primary health center schedule)আনল রাজ্য সরকার (Government of West Bengal)। এতদিন পর্যন্ত সপ্তাহে চার দিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি (primary health centre)খোলা থাকত। কিন্তু সেই সময় মানুষ কাজের মধ্যে থাকেন ফলে স্বাস্থ্য পরিষেবার (health services)সুবিধা নেওয়া সম্ভব নয়। তাই এবার থেকে সপ্তাহে দুপুর ২ টো থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেখানে পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এই বিজ্ঞপ্তি জারি করেছেন। জেলা শাসক এবং কলকাতার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে প্রতিটি আর্বান কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, আর্বান হেলথ সেন্টারের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে।

সাধারণত দিনমজুররা সারাদিন কাজ করার ফলে তারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সময় পান না। আবার কাজের ফাঁকে চিকিৎসা পরিষেবার জন্য ছুটি চাইলে মাইনে কাটা হয়। ফলে বাধ্য হয়েই বেশি টাকা খরচ করে তাঁদের বেসরকারি হাসপাতালে যেতে হয়। আবার টাকার অভাবে বহু শ্রমিক চিকিৎসা করাতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই সরকারের এই উদ্যোগ। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ডিউটির রোস্টার নতুন করে তৈরি করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version