Sunday, November 16, 2025

ফেরার খালি.স্তানি জ.ঙ্গি নেতা পন্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ

Date:

ফেরার খালিস্তানি(Khalistan) জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পন্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। শনিবার পন্নুর অমৃতসর ও চণ্ডীগড়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে কানাডা(Canada) থেকে ভারত বিরোধী খালিস্তানি সংগঠন চালানো এই পন্নুর বিরুদ্ধে অন্তত ২০ টি গুরুতর অপরাধ মামলা চলছে ভারতে(India)। যার জেরেই অভিযুক্তের অমৃতসরের পৈত্রিক বাড়ি এবং চণ্ডীগড়ের ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে।

ভারত বিরোধিতায় কানাডার মাটিকে ব্যবহার করে দীর্ঘদিন ধরেই দেশবিরোধী বিবৃতি দিয়ে চলেছে পান্নু। কয়েক দিন আগে ভারতের একটি টিভি চ্যানেলের আলোচনায় কানাডা থেকে যোগ দিয়েছিল সে। এদিকে কানাডায় বসবাসকারী হিন্দুরাও রীতিমতো উদ্বিগ্ন সেখানকার খালিস্তানিদের বাড়বাড়ন্তের জেরে। পন্নুর বিরুদ্ধে সম্প্রতি মুখ খুলেছেন কানাডার সাংসদ চন্দ্র আর্য্য। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারাল দলের সাংসদ এই ইন্দো-কানাডিয়ানের অভিযোগ পন্নু কানাডায় বসবাসকারী হিন্দুদের কাছে এক আতঙ্ক হয়ে উঠেছে (NIA seized)। সে হিন্দুদের কানাডা ছেড়ে যেতে লাগাতার হুমকি দিচ্ছে। হামলার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

গোটা পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক হয়ে উঠেছে দেশের গোয়েন্দা বিভাগ। খলিস্তানপন্থীদের বিরুদ্ধে দেশব্যাপী তদন্তে সমন্বয় তৈরি করতে আগামী মাসে দিল্লিতে রাজ্যগুলির গোয়েন্দা সংস্থাগুলিকে নিয়ে বৈঠক করতে চলেছে এনআইএ। আগামী মাসের মাঝামাঝি সময় এই বৈঠকের জন্য রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলিকে প্রস্তুত হতে বলা হয়েছে। এনআইএ-র এক কর্তার কথায়, দিল্লির বৈঠকে কেন্দ্রীয় সরকারেরও সব এজেন্সিকে ডাকা হচ্ছে। কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে সে দেশের সরকার ভারতের দিকে আঙুল তোলায় পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী শক্তি ফের মাথা তুলতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। খনিস্তানের সমর্থকেরা ফের সক্রিয় হতে পারে। একাধিক রাজ্যে ইতিপূর্বে খলিস্তানিদের বিরুদ্ধে মামলা হয়েছে। কানাডায় আশ্রয় নেওয়া খলিস্তানিরা পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামিক জঙ্গি সংগঠনগুলির সহায়তা পাচ্ছে বলে খবর।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version