Saturday, August 23, 2025

রাজনীতির পাড়ে হাঁক-ডাক মদনের! সাগর দত্ত হাসপাতাল নিয়ে বিস্ফো.রক অভিযোগ

Date:

রাজনীতির নদীতে সেভাবে সাঁতরাতে না পেরে বর্তমানে বিনোদনে বাড়তি নজর কামারহাটির বিধায়ক মদন মিত্রের। তবে মাঝে মাঝে রাজনীতির পাড়ে এসে রীতিমতো হাঁকডাক শুরু করেন তিনি। সেই অংকেই পিজির পর এবার সাগর দত্ত হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। অভিযোগ তুললেন, সাগর দত্ত হাসপাতালে চলছে ‘দালাল রাজ’।

শনিবার সাগর দত্ত হাসপাতালে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক মদন মিত্র অভিযোগ করলেন, মোটা টাকার বিনিময়ে আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রির চলছে। হাসপাতালে আইসিসিইউ’‌র জন্য ৬০০০ টাকা, রক্তের জন্য ১৭০০ টাকা দাবি করেছে দালালরা। তিনি আরও বলেন, প্রত্যেকদিন রাতে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্ত বিক্রি হয়। এই র‌্যাকেটের পিছনে কারা রয়েছে, সেটা বের করার জন্য পুলিশের কাছে বলব। এরপর যদি আর একটা দালালকে ধরতে পারি, প্রথমেই আমার এলাকার মানুষকে বলব মারবেন না। শুধু পুলিশে দেওয়ার আগে একবার আমাদের হাতে দেবেন।

মদন মিত্র সাগর দত্ত হাসপাতালে দালাল রাজের অভিযোগ করলেও এমন কোনও অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সরকারি এই হাসপাতালে কোনরকম দালাল রাজ নেই। এমনকি এই ধরনের কোনও রকম ঘটনা ঘটলে সরাসরি হাসপাতালকে জানানোর জন্য জায়গায় জায়গায় ফোন নম্বর দিয়ে পোস্টার দেওয়া আছে। সেখানে অভিযোগ জানালে দ্রুত কড়া পদক্ষেপ নেয় হাসপাতাল। ফলে যে অভিযোগ করা হচ্ছে তা যদি সত্যি হয় তবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেই পদক্ষেপ নেওয়া হবে। যদিও রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, রাজনীতি থেকে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়ায় মাঝে মাঝে ‘মিডিয়া ফুটেজ’ খেতে সক্রিয় হয়ে ওঠেন মদন মিত্র। তাই মাঝেমধ্যেই এ সমস্ত কান্ড করে বসেন তিনি। আসলে হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে পদ না পেয়ে ক্ষুব্ধ ছিলেন মদন। যার জেরেই মদনের এই অতিসক্রিয়তা। এর আগেও পিজি হাসপাতালে রোগী ভর্তি নিয়ে একই রকম অভিযোগ করেছিলেন মদন।

আরও পড়ুন- সফল সফর, আসছে বিনিয়োগ: শহরে ফিরে বললেন মমতা

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version