Saturday, May 10, 2025

মোহনবাগানের আবেদনে সাড়া মেট্রো রেলের, ম‍্যাচ শেষে থাকছে বিশেষ পরিষেবা

Date:

মোহনবাগান সুপার জায়েন্টের আবেদনে সাড়া মেট্রো রেলওয়ের। আজ থেকে আইএসএল-এর অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম ম‍্যাচে বাগানের সামনে পাঞ্জাব এফসি। সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে ম‍্যাচ শেষে অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার আবেদন করা হয়েছিল মোহনবাগানের পক্ষ থেকে। আর এদিন আইএসএল শুরুর আগেই সবুজ-মেরুন সমর্থকদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো।

মোহ‌নবাগান সুপার জায়েন্টের আবেদনে সাড়া দিয়ে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেলওয়ে। শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে কলকাতা মেট্রোর পক্ষ থেকে এই খবর জানানো হয়। আজকের ম্যাচের পর সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ পর্যন্ত দুটি অতিরিক্ত মেট্রো চলবে। প্রথম মেট্রোটি ছাড়বে রাত ১০টায়, দ্বিতীয় মেট্রোটি ছাড়বে রাত ১০.১০ মিনিটে। তবে কলকাতায় আইএসএলের সব ম্যাচেই বিশেষ মেট্রো পরিষেবা থাকবে কিনা তা নিয়ে এখনও কিছু জানান হয়নি।

গতকালই মোহনবাগানের তরফে জানান হয়েছে, ম‍্যাচ শেষ হতে রাত ১০ টি বেজে যাবে। সমর্থকদের বাড়ি ফিরতে অসুবিধা হবে। তাই সমর্থকদের সুবিধার্থে ম‍্যাচ শেষে বাড়ি ফিরতে যাতে সমর্থকদের অসুবিধা না হয়, তার জন‍্য ক্লাবের স্পোর্টস ডিরেক্টর বিনয় চোপড়া গতকাল চিঠি দিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষকেও। চিঠিতে বিশেষ ট্রেন চালানোর আবেদন করা হয়েছে। সেই আবেদনে সাড়া দিল মেট্রো রেল।

এদিকে মোহনবাগানের মতন ইস্টবেঙ্গলও পরিবহন দপ্তরের কাছে অনুরোধ করেছে অতিরিক্ত বাস পরিষেবা চালুর জন্য। ইস্টবেঙ্গল ক্লাব পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে অনুরোধ করেছেন ম্যাচ শেষের পর সমর্থকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধে না হয়, সেইজন্য যুবভারতী স্টেডিয়ামের সামনে থেকে বিশেষ পরিষেবা দেওয়ার। স্টেডিয়ামের সামনে থেকে নিম্নলিখিত স্থান গুলিতে যাওয়ার জন্য যথেষ্ট সংখ্যক পরিবহনের ব্যবস্থা রাখার অনুরোধ করা হয়েছে। সেই জায়গা গুলো হল, এসপ্ল্যানেড, উল্টোডাঙা, গড়িয়া, বেহালা, বারাসাত, শিয়ালদাহ স্টেশন, হাওড়া স্টেশন। এই সামগ্রিক বিষয়টি ইস্টবেঙ্গল ক্লাব পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের কাছেও ব্যক্ত করেছে।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে ম‍্যাচ জিতেই ব‍্যাটিং অনুশীলন শুরু অশ্বিনের

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version