Friday, August 22, 2025

দল ছাড়বেন না। পুরনো দলেই থাকার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিজেপির (BJP) ‘একনিষ্ঠ সৈনিক’ প্রলয় পাল (Pralay Pal)। শুক্রবারই নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্টে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার খবর জানিয়েছুলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি। শনিবার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেননি প্রলয়। সাফ জানিয়েছিলেন সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর দিনদুয়েক সময় প্রয়োজন। আর এমন ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের সিদ্ধান্ত স্পষ্ট করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি।

রবিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল বললেন, “আমি রাজনীতিতেই আছি, রাজনীতিই করব, বিজেপিই করব”। পাশাপাশি রাজনীতিকে বিদায় জানিয়ে যে ফেসবুক পোস্ট তিনি করেছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন প্রলয়। এদিন সাংবাদিক বৈঠক করে প্রলয় জানান, নিচুতলার কর্মীদের অফুরান ভালবাসার জন্যই আবারও সক্রিয় রাজনীতিতে ফিরে এসেছেন। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা। তিনি বলেন, “এভাবে দলের ক্ষতি দেখার থেকে বোধহয় মৃত্যু অনেক ভাল। আবেগপ্রবণ হয়েই পোস্ট করেছিলাম। কিন্তু যেভাবে বিভিন্ন জেলার কর্মীরা ফোন করেছেন, তাঁদের সেই অনুরোধ আমি ফেলতে পারিনি। তবে সত্যিই কি তাই? নাকি দলের উপরতলার চাপেই নিজের মত পাল্টাতে বাধ্য হলেন প্রলয়? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা”।

তবে এদিন প্রলয় জানান, তিনি কোনও পদ পাওয়ার জন্য রাজনীতিতে আসেননি। পদের জন্য লালায়িতও নন। দল আমায় যখন যে পদ দিয়েছে সেই পদে থেকেছি। চেষ্টা করেছি দলকে ১০০ শতাংশ দিতে।

 

 

 

 

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version