নৈনিতালের ধসে তাসের ঘরের মতো ভে.ঙে পড়ল দোতলা বাড়ি!

ফের নৈনিতালে ধস! শনিবার ভোরে ধস নামে নৈনিতালের বেশ কয়েকটি এলাকায়। এর জেরে একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে। যদিও ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি। তবে ধসের জেরে দেতলা বাড়ি ভেঙে পড়ার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ‘সঙ্গীত সেরেমনি’র মেনুতে ম্যাগি! গানের তালে স্টেপ মেলালেন ‘রাজনীতিবিদ’ রাঘব!

ধসের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দোতলা বাড়িটি ক্রমশ ঢালের দিকে বেঁকে যায়। এর পর বিকট শব্দে ওই ফাঁকা বাড়িটি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ধসের কারণে বাড়িটিতে যখন ফাটল ধরতে শুরু করে তখনই বাসিন্দারা বাড়িটি ফাঁকা করে দেন। ফলে কেউ আহত হননি। বাড়ির ফাটল বাড়তে বাড়তে এক সময় ১২ কামরা-সহ বিশাল দোতলা বাড়িটি মাটিতে মুখ থুবড়ে পড়ে। উত্তরাখণ্ড প্রশাসন ওই দুর্ঘটনার পর নৈনিতালের মাল্লিতল এলাকার বাকি বাসিন্দাদেরও তাঁদের বাড়ি ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেয়।