Saturday, August 23, 2025

দল ছাড়বেন না। পুরনো দলেই থাকার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিজেপির (BJP) ‘একনিষ্ঠ সৈনিক’ প্রলয় পাল (Pralay Pal)। শুক্রবারই নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্টে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার খবর জানিয়েছুলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি। শনিবার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেননি প্রলয়। সাফ জানিয়েছিলেন সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর দিনদুয়েক সময় প্রয়োজন। আর এমন ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের সিদ্ধান্ত স্পষ্ট করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি।

রবিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল বললেন, “আমি রাজনীতিতেই আছি, রাজনীতিই করব, বিজেপিই করব”। পাশাপাশি রাজনীতিকে বিদায় জানিয়ে যে ফেসবুক পোস্ট তিনি করেছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন প্রলয়। এদিন সাংবাদিক বৈঠক করে প্রলয় জানান, নিচুতলার কর্মীদের অফুরান ভালবাসার জন্যই আবারও সক্রিয় রাজনীতিতে ফিরে এসেছেন। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা। তিনি বলেন, “এভাবে দলের ক্ষতি দেখার থেকে বোধহয় মৃত্যু অনেক ভাল। আবেগপ্রবণ হয়েই পোস্ট করেছিলাম। কিন্তু যেভাবে বিভিন্ন জেলার কর্মীরা ফোন করেছেন, তাঁদের সেই অনুরোধ আমি ফেলতে পারিনি। তবে সত্যিই কি তাই? নাকি দলের উপরতলার চাপেই নিজের মত পাল্টাতে বাধ্য হলেন প্রলয়? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা”।

তবে এদিন প্রলয় জানান, তিনি কোনও পদ পাওয়ার জন্য রাজনীতিতে আসেননি। পদের জন্য লালায়িতও নন। দল আমায় যখন যে পদ দিয়েছে সেই পদে থেকেছি। চেষ্টা করেছি দলকে ১০০ শতাংশ দিতে।

 

 

 

 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version