Sunday, May 4, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ (Maan Ki Baat) অনুষ্ঠানে ফের উঠে এলো চন্দ্রযান-à§© (Chandrayaan 3) এর  সাফল্যের প্রসঙ্গ। রবিবার প্রধানমন্ত্রী বলেন, ‘যখন চন্দ্রযান à§© চাঁদের মাটি ছুঁতে যাচ্ছিল, তখন কোটি কোটি মানুষ টিভির পর্দায় চোখ রেখেছিলেন। ইসরোর (ISRO) ইউটিউবের লাইভ স্ট্রিমিংয়ে ৮০ লাখ মানুষ দেখছিলেন সেই মুহূর্তটিকে। এটা একটা রেকর্ড।’ আর প্রধানমন্ত্রীর এমন মন্তব্য ঘিরেই এবার শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ চন্দ্রযান-à§© এর সাফল্যকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করে লোকসভা নির্বাচনের আগে ফায়দা তুলতে ব্যস্ত বিজেপি (BJP) এবং নরেন্দ্র মোদি সরকার। অথচ à§§à§® মাস ধরে বেতন পাচ্ছেন না চন্দ্রযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা। চন্দ্রযানের সাফল্য নিয়ে আলোচনা চলাকালীন সংসদে বিরোধীদের তরফে এই প্রসঙ্গ তুলেও ধরা হয়েছিল।

সেপ্টেম্বরের শেষ রবিবার মন কি বাতে চন্দ্রযানের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি। যদিও, ইসরোকে চন্দ্রযানের জন্য যন্ত্রাংশ সরবরাহ করা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কর্মীদের প্রাপ্য বকেয়া রয়েছে। এবার সেই প্রাপ্য অর্থ না পেয়েই পোশাক এবং অন্যান্য সামগ্রির দোকান করতে বাধ্য হয়েছেন ওই সংস্থার প্রায় ৩,০০০ কর্মী। তবে শুধু চন্দ্রযানের কারণেই নয়, দীর্ঘ ২০ মাস ধরে তাঁদের কোনও বেতন দেওয়া হয়নি। গত ২০ এবং ২১ সেপ্টেম্বর দিল্লির যন্তরমন্তরে ধরনা প্রদর্শন করেছেন সংস্থার কর্মীরা। যদিও তাঁদের সমস্যার কোনও সমাধানসূত্র এখনও বের করতে পারেনি কেন্দ্রের মোদি সরকার। এরপর বাধ্য হয়েই প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন আমানতের টাকা তুলে নিতে হয়েছে তাঁদের। পাশাপাশি ঝাড়খণ্ডের রাঁচিতে রেডিমেড পোশাকের ব্যবসা শুরু করেছেন হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কর্মী ধর্মেন্দ্র কুমার, সেই ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিরোধীদের অভিযোগ, বিজেপি এবং মোদি সরকারের পক্ষ থেকে চন্দ্রযান ৩ এর সাফল্যকে বারবার তুলে ধরা হচ্ছে বিভিন্ন মঞ্চে। অথচ প্রধানমন্ত্রী মোদি বা বিজেপি নেতাদের বক্তব্যে একবারও উঠে আসেনি কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা না পেয়ে দিন গুজরানের জন্য ভিন্ন রাস্তা অবলম্বন করতে হয়েছে, ইসরোকে চন্দ্রযানের জন্য যন্ত্রাংশ সরবরাহ করা হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কর্মীদের। এই বিষয়ে মোদি সরকারের সমালোচনায় সরব হয়ে ইতিমধ্যে তৃণমূল সংসদরা বিষয়টিকে সংসদেও উপস্থাপন করেছেন।

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version