পুজোর আগে পাঠকদের নতুন উপহার বইওয়ালার!

শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে বই প্রকাশন উপলক্ষ্যে সুন্দর সাংস্কৃতিক পরিবেশে সাহিত্যের উদযাপন হল। বই দুটির মোড়ক উন্মোচন করেন কবি পিনাকী রায়, আকাশবাণী কলকাতার শিল্পী অমৃতা গঙ্গোপাধ্যায়, সমাজকর্মী সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়।

বইয়ের গন্ধে আবেগপ্রবণ হয়ে ওঠা মনের খোরাক নতুন নতুন প্রকাশন। সেই বইপ্রেমীদের কথা মাথায় রেখে প্রাক পুজো উপহার দিল বইওয়ালা প্রকাশন। তাদের প্রকাশনা সংস্থা থেকে সম্প্রতি অভিযান বুক ক্যাফেতে দুটি কাব্যগ্রন্থ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল। ডালিয়া বসু (Daliya Basu) সাহার ‘কুয়াশার তিস্তা’ এবং দিলীপ কুমার প্রামাণিকের (Dilip Kumar Pramanik) ‘নামকরণ হয়নি’।

শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে বই প্রকাশন উপলক্ষ্যে সুন্দর সাংস্কৃতিক পরিবেশে সাহিত্যের উদযাপন হল। বই দুটির মোড়ক উন্মোচন করেন কবি পিনাকী রায়, আকাশবাণী কলকাতার শিল্পী অমৃতা গঙ্গোপাধ্যায়, সমাজকর্মী সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়। শুরুতে আবৃত্তি পরিবেশন করেন শোভন চক্রবর্তী, কবিতা পাঠ করেন বাপ্পাদিত্য রায় বিশ্বাস, সোমা মুখোপাধ্যায়, শিশির দাশগুপ্ত, রঞ্জনা রায়, ও কোয়েনা বাগচী। এছাড়া উপস্থিত ছিলেন লেখিকা বুলা বিশ্বাস, কবি বাবলা চক্রবর্তী, প্রচ্ছদ শিল্পী গীতশ্রী চট্টোপাধ্যায়। বইওয়ালার পক্ষ থেকে গীতশ্রীকে সম্মান জানিয়ে তাঁর হতে স্মারক তুলে দেন সৌম্য মুখোপাধ্যায়। এই দুটি বইয়ের প্রচ্ছদ তিনি করেছেন। দুই কবিই তাঁদের রচনা নিয়ে বক্তব্য রাখেন এবং কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন পর্ণালী বন্দ্যোপাধ্যায়।

Previous articleকতটা গুরু.তর  ‘দম মারো দম’ গার্ল? জিনাতের শারীরিক অসু.স্থতায় উৎ.কণ্ঠা অনুরাগীদের
Next articleফের ডে.ঙ্গি আক্রান্ত হয়ে মৃ.ত কিশোরী, একাধিক পদক্ষেপ কলকাতা পুরসভার