Thursday, November 13, 2025

রূপকথার মতো বিয়ে সম্পন্ন! মিস্টার অ্যান্ড মিসেস হলেন রাঘব- পরিণীতি

Date:

রাজনীতি আজ ‘রাঘণীতি’। মরুশহরে এক হল বলিউড আর পলিটিক্স। পরিবার আর প্রিয়জনদের উপস্থিতিতে উদয়পুরের লীলা প্যালেসে বিয়ে করলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া (Raghav Chadda and Parineeti Chopra wedding)। সঙ্গীত সেরেমনি থেকে মেহেন্দি সবেতেই ছিল চমক। এমনিতে বিবাহবাসরে কড়া নিরাপত্তা থাকলেও শনিবারের অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। দুই বিপরীত মেরুর মানুষের এক পথে চলার মুহূর্তকে আশীর্বাদ করতে রাজনীতির যুযুধান দুইপক্ষরাও হাজির হয়েছিলেন ‘চাড্ডা ওয়েডস চোপড়া’ ভেন্যুতে। বাগদানের সাড়ে চার মাসের মাথায় সে সম্পর্ক পেল মধুর পরিণতি। পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাকি জীবনটা একসঙ্গে পথ চলার শপথ নিলেন রাঘব-পরিণীতি (Raghav Chadda and Parineeti Chopra)। সাতপাক সম্পন্ন তারকা যুগলের। পাঞ্জাবি গানে জমজমাট ওয়েডিং ভেন্যু!

বন্ধু পরিণীতির বিয়েতে যোগ দিতে উদয়পুরে টেনিস তারকা সানিয়া মির্জা। ক্রিকেট তারকা হরভজন সিংও এই বিয়েতে উপস্থিত। মণীশ মালহোত্রার পোশাকে সেজেছেন নায়িকা। তাজ লেক প্যালেসে লাল পাগড়ি পরে হাজির হয় ব্যান্ড পার্টি। সেখানেই রাঘব চাড্ডার ‘সেহরাবন্দি’ হয়েছেন বলে খবর। পাত্রপক্ষ শেরওয়ানীর সঙ্গে মাথায় হালকা গোলাপি পাগড়ি পড়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর বিকেল সাড়ে ৩টে নাগাদ জলযানেই পরিণীতির ‘বারাত’ সুসজ্জিত লীলা প্যালেসে পৌঁছে যায়। বোটে করেই লীলা প্যালেসে হাজির হন অতিথিরাও। আপ নেতা আর বলিউড অভিনেত্রীর বিয়েতে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, হরভজন সিং, গীতা বসরা, সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী সহ অন্যান্যরা। হাইপ্রোফাইল বিয়েতে ক্যামেরা নিয়ে প্রবেশ আগেই নিষিদ্ধ করা হয়েছিল। রাজার শহরে একেবারে রাজকীয়ভাবেই বিয়ে সম্পন্ন। পুরোপুরি উৎসবের মেজাজে লীলা প্যালেস।

চলতি বছরের শুরু থেকেই জল্পনা ছিল, বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া, আর আপ সাংসদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। কখনও রেস্তোরাঁয়, কখনও বিমানবন্দরে ফ্রেমবন্দি হচ্ছিলেন তাঁরা। পাপারাৎজিদের কাছে খোলসা করছিলেন না কেউই তবে আবার অস্বীকারও করছিলেন না। তবে বাগদানের খবরেই সবটা পরিষ্কার হয়ে যায়। আর এবার পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাকি জীবনটা একসঙ্গে পথ চলার শপথ নিলেন রাঘব-পরিণীতি। মিয়াঁ- বিবির নতুন জীবনের জন্য সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই শুভেচ্ছার বন্যা।

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version