Wednesday, November 12, 2025

৪ রাজ্যে নির্বাচনে জয়ের দাবি! I.N.D.I.A নাম নিয়ে ফের মোদিকে ক.টাক্ষ রাহুলের

Date:

ভোটমুখী রাজ্যগুলিতে ভালো ফল করবে দল। এমনই ভবিষ্যৎবাণী করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, ২০২৪ লোকসভা নির্বাচন (Loksabha ELection) বিজেপির জন্য একটি ‘আশ্চর্যজনক’ কিছু ঘটতে চলেছে। পাশাপাশি কর্নাটকের শিক্ষা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেন সোনিয়া তনয়। রাহুল গান্ধীর কথায়, এখনও পর্যন্ত আমরা তেলেঙ্গানায় জিততে চলেছি, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে আমরা অবশ্যই জিতব, রাজস্থানে আমরা জয়ের কাছাকাছি এবং আমরা সেখানেও জিততে সক্ষম। আর তা দেখেই বিজেপি দলের অভ্যন্তরে শুরু হয়েছে জোর চর্চা। এদিন ৫টি রাজ্যের মধ্যে ৪টিতে জয়ের ঘোষণা করলেন রাহুল।

রবিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমরা কর্নাকে যা করেছি, যে কৌশলে লড়াই করেছি, বিজেপি কোনওভাবেই তা খণ্ডন করতে পারেনি। আজ দেখা যাচ্ছে, রমেশ ভিদুরি এবং নিশিকান্ত দুবে যা করছেন, এগুলি সব করা হচ্ছে শুধুমাত্র জাতিগত জনগণনা থেকে নজর ঘোরানোর জন্য। তাঁরাও জানেন, এটা মানুষ এটা চান মৌলিকভাবে, যদিও তাঁরা এই বিষয়ে আলোচনা চান না। রাহুলের আরও অভিযোগ, সংবাদমাধ্যমের একাংশকে কুক্ষিগত করে নিয়ে মানুষের মধ্যে ধারণা তৈরি করার চেষ্টা করছে বিজেপি। তাঁর আরও বলেন, “আমরা যখনই কোনও বিষয় তুলি, তখনই এই ধরণের কাজের মধ্যে দিয়ে নজর ঘোরানোর চেষ্টা করা হয়। আমরা এখন বুঝে গিয়েছি, কীভাবে এর মোকাবিলা করতে হবে।

রাহুল গান্ধীর অভিযোগ, দেশের নিত্যদিনের নানান সমস্যা থেকে নজর ঘোরাতেই এক দেশ, এক নির্বাচনের নীতি চালু করতে চায় মোদি সরকার। রাহুলের মতে, বিজেপির নজর ঘোরানোর কৌশলগুলির মধ্যে এটা একটা। তাঁর মতে, দেশের ইস্যু হল ধনসম্পদের অসম বণ্টন, ব্যাপক বেকারত্ব, দলিত, ওবিসি এবং আদিবাসী সমাজের প্রতি অন্যায় এবং মূল্যবৃদ্ধি। বিজেপি এগুলির মোকাবিলা করতে পারবে না। সেই কারণে রমেশ ভিদুরির মতো সাংসদকে দিয়ে এসব বলানো হয়েছে। এদিন ইন্ডিয়া জোট প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আমরা দেশের নাম ইন্ডিয়ার মূল ধারণা, চিন্তাকে রক্ষা করতে চাই। সেইজন্য আমরা জোটের নাম দিয়েছি ইন্ডিয়া।

 

 

 

 

Related articles

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১২ নভেম্বর (বুধবার) ২০২৫ ১ গ্রাম        ১০ গ্রাম পাকা সোনার বাট  ১২৪২৫ ₹ ১২৪২৫০ ₹ খুচরো...

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...
Exit mobile version