আধার কার্ড(Aadhar Card) নিয়ে দেশবাসীর আতঙ্ক দিনে দিনে বেড়েই চলেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। তবে সময় যত গড়াচ্ছে দেশবাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই পরিচয়পত্র। এবার আধার নিয়ে বিস্ফোরক দাবি করল আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজa(Moody’s )ইনভেস্টরস সার্ভিস। তাদের দাবি, অনেক সময় আধারের মাধ্যমে কাঙ্খিত পরিষেবা পাওয়া যায় না এবং বায়োমেট্রিক তথ্যও সবসময় নির্ভরযোগ্য হয় না। এছাড়া তথ্য ফাঁস হওয়ারও আশঙ্কা প্রকাশ করেছে মুডিজ। সম্প্রতি মনরেগার কাজে আধারের মাধ্যমে মজুরি মেটানোর নির্দেশিকা জারি করেছে মোদি সরকার।এই অবস্থায় মুডিজের রিপোর্ট উদ্বেগজনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্প্রতি একটি রিপোর্ট পেশ করে সংস্থা কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বায়োমেট্রিক সিস্টেম ও গোপনীয়তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। রিপোর্টে জানানো হয়েছে, বেশিরভাগ সময়ে আধার কার্ডে প্রযুক্তিগত সমস্যা দেখা যায়। পাশাপাশি অত্যন্ত গরম এলাকায় এই কার্ডের কার্যকারিতা একেবারে জিরো। মুডিজ জানিয়েছে, “আধার পরিচালনা করে ইউআইডিএআই। দেশের প্রান্তিক সমাজের মানুষদের একত্রিত করা এবং তাঁদের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্পের পরিষেবা প্রদান করা হয়। অনেক সময় সেই পরিষেবা প্রত্যাখান হয়ে যায় আধারে সমস্যার কারণে।


পাশাপাশি আধার কার্ডের বায়োমেট্রিক পদ্ধতিতেও বিস্তর সমস্যা দেখতে পাওয়া যায়। তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে মুডিজ। সংস্থার অভিযোগ, ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্র। আর সেখানেই বিস্তর জালিয়াতির অভিযোগ উঠছে। ফিঙ্গার প্রিন্ট, ওটিপি সব ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেশবাসীকে। আর তার জেরেই একাধিক গোপন তথ্য হ্যাকারদের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ। যে কারণে অন্যের আধারের তথ্য নিয়ে গোপনে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। প্রতারিতও হচ্ছেন বহু মানুষ। তবে বিদেশি সংস্থার এমন রিপোর্ট সামনে আসতেই বিপাকে পড়েছে কেন্দ্রের মোদি সরকার। বিরোধীদের অভিযোগ, আধারকে বাধ্যতামূলক করে আখেরে দেশবাসীর সমস্ত তথ্য হাতিয়ে নিতে চাইছেন মোদি। আর স্বাভাবিকভাবেই দিনে দিনে তার আসল স্বরূপ সামনে আসছে।

এদিকে আধার ভারতীয় নাগরিকদের জন্য প্রায় অপরিহার্য। বিভিন্ন প্রয়োজনে আধার কার্ডের তথ্য সব সময়ই আপডেট করতে হয়। আর সেই আপডেট করতে গিয়েই বিপাকে পড়ছেন দেশবাসী। বিশেষ করে যারা খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষ তাঁদের আধার সামলাতে এখন মাথা খারাপ হওয়ার জোগাড় হয়ে দাঁড়িয়েছে। তবে এদিন মুডিজের রিপোর্ট তুলে ধরে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি সমালোচনা করেন কেন্দ্রীয় সরকারের। এদিকে সম্প্রতি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে, এবার থেকে আধার নম্বর ছাড়াই রেজিস্ট্রেশন করা যাবে ভোটার কার্ড। বর্তমানে ভোটার রেজিস্ট্রেশনের ফর্ম ৬ এবং ৬বি-তে আধার নম্বরের তথ্য দিতে হয়। এই নিয়মে বদল এনে নতুন ফর্ম তৈরি করা হচ্ছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে কমিশনের তরফে এ কথা জানানো হয়।


আরও পড়ুন- দিলীপের ঘর ভাঙা নিয়ে নব্য বিজেপি নেতৃত্বকে খোঁচা কুণালের
