Thursday, August 21, 2025

বিদেশ সফরের আগে ‘অতি তৎপর’ বোস! তড়িঘড়ি উপাচার্যদের সঙ্গে সারলেন ভা.র্চুয়াল বৈঠক

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুকরণ করেই বিদেশ যাওয়ার আগে এবার রাজ্যের অন্তর্বর্তী উপাচার্যদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। রবিবাসরীয় অনলাইন বৈঠকে অন্তর্বর্তী উপাচার্যদের (Vice Chancellor) কোনও কিছুতে কান না দিয়ে কাজ করে যাওয়ার বার্তা দিয়েছেন। সম্প্রতি উপাচার্য নিয়োগ ইস্যুতেই দূরত্ব বাড়ছে রাজ্য-রাজভবনের। আর এমন আবহে বিদেশ সফরে যাওয়ার আগেই রাজ্যপালের তড়িঘড়ি অন্তর্বর্তী উপাচার্যদের সঙ্গে বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রবিবার অনলাইন বৈঠকে উপাচার্যদের কাছে কোন বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কেমন তা জানতে চান রাজ্যপাল। অনান্যদের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউও বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাজ্যপাল তথা আচার্যকে জানান। তবে এদিন মূলত, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ফলাফল প্রকাশ নিয়মিত হচ্ছে কি না, অ্যান্টি র‌্যাগিং সেল তৈরি করা হয়েছে কি না, হলেও তা যথাযথ ভাবে কাজ করছে কি না এই সব বিষয়েই খোঁজ নেন রাজ্যপাল। তবে এদিন মাতৃভাষার মাধ্যমে পড়াশোনার উপরেও জোর দিয়েছেন রাজ্যপাল।

 

রাজ্যের সব বিশ্ববিদ্যালয়েই এখন পদের জোরে রাজ্যপালের একক ভাবে মনোনীত অন্তর্বর্তী উপাচার্য রয়েছেন। শনিবারই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মেয়ো রোডের পথসভা থেকে নাম না করে রাজ্যপালকে কবি বলে কটাক্ষের পাশাপাশি রাজ্যপালের পদকে ‘সাদা হাতির’ সঙ্গে তুলনা করেন শিক্ষামন্ত্রী। এরপরই নিজের ইচ্ছামতো উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যপালকে একহাত নেন ব্রাত্য। আর এমন আবহে অন্তর্বর্তী উপাচার্যদের নিয়ে আলাদাভাবে ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যপাল। যা নিয়ে নয়া বিতর্ক ছড়িয়েছে।

 

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version