Tuesday, December 16, 2025

দেশত্যাগী ভারতীয়দের পছন্দের গন্তব্যস্থল কানাডা, সংঘাতের মাঝেই প্রকাশ্যে রিপোর্ট

Date:

দেশত্যাগী ভারতীয়দের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি কদর কানাডার(Kanada)। হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের পর কানাডার হিন্দু ভারতীয়দের দেশছাড়ার হুমকি দিয়েছে সেখানকার খালিস্তান সংগঠন(Khalisthan)। সেই হুমকি ও প্রধানমন্ত্রী ট্রুডোর ভারত(India) বিরোধী অভিযোগের পর ভারতীয় নাগরিক ও অভিবাসীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ জারি করেছে বিদেশ মন্ত্রক। দুই দেশের কূটনৈতিক সংঘাত যখন চরমে উঠেছে ঠিক সেই সময় প্রকাশ্যে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য।

দেশত্যাগী ভারতীয়দের মধ্যে বিদেশে পছন্দের যে তালিকা প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, গত সাড়ে ৫ বছরে ১ লাখ ৬১ হাজার ৯১৭ ভারতীয় দেশত্যাগী হয়ে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই সাড়ে পাঁচ বছরে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে বিদেশে চলে গেছেন ৮ লাখ ৩৯ হাজার ৮৫০ জন। বিদেশ মন্ত্রকের দাখিল করা প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। সংসদে পেশ করা বিদেশ মন্ত্রকের তালিকায় দেখাচ্ছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। পৃথিবীর মোট ১১৪টি দেশ ভারতীয়দের গন্তব্য হলেও মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের আকর্ষণ সবচেয়ে বেশি। নিউজিল্যান্ডেও এই সময়ে থিতু হয়েছেন প্রায় ২৩ হাজার ভারতীয়।

লক্ষণীয়, যে পাঁচ দেশ ইলেকট্রনিক প্রযুক্তির সাহায্যে অপরাধের কিনারায় গোয়েন্দা তথ্য আদান-প্রদানের জন্য জোটবদ্ধ, যে জোটের পোশাকি নাম ‘ফাইভ আইজ’, যার প্রতিবেদনের ভিত্তিতে নিজ্জর হত্যায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতকে সন্দেহ করছেন, এই পাঁচ দেশই সেই জোটের অংশীদার। ভারতীয়দের কাছে বসবাসযোগ্য দেশ হিসেবে তাদের প্রাধান্যই বেশি। বিদেশ মন্ত্রকের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেন ও কানাডায় যাওয়া মানুষের সংখ্যা মোট হিসাবের ৫৮ শতাংশ। বিদেশ মন্ত্রকের তথ্য থেকে দেখা যাচ্ছে, প্রতিবছর প্রায় সোয়া লাখ থেকে দেড় লাখ ভারতীয় দেশের নাগরিকত্ব ছাড়ছেন। সাম্প্রতিক কালে সবচেয়ে বেশি ভারতীয় দেশত্যাগ করেছেন ২০২২ সালে—২ লাখ ২৫ হাজার ৬২০ জন। ২০১১ সালে থেকে দেওয়া সরকারি হিসাবে দেখা যাচ্ছে, পছন্দের দেশের তালিকায় জার্মানি, ইতালি, সিঙ্গাপুর, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, সুইডেন, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত যেমন আছে, তেমনই রয়েছে মালয়েশিয়া, ইসরায়েল, এমনকি চিনও। কেন ফি বছর এত ভারতীয় দেশত্যাগী হচ্ছেন, নরেন্দ্র মোদির ‘নতুন ভারত’ও কেন নাগরিকদের ধরে রাখতে পারছে না, সে প্রশ্নের কোনো ব্যাখ্যা এই প্রতিবেদনে অবশ্য নেই।

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version