কেন অ্যান্টি র‌্যা.গিং নিয়মাবলী মানা হয়নি? যাদবপুরের কাছে কৈফিয়ত তলব ইউজিসির

কেন মানা হয়নি অ্যান্টি র‌্যাগিং নিয়মাবলী? যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের কাছে এবার কৈফিয়ত তলব করল ইউজিসি। আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। শুধু তাই নয়, যে ক্ষেত্রে নিয়ম মানা হয়নি, সেক্ষেত্রে কী ব্যবস্থা, তাও জানানোর নির্দেশ দেওয়া হল।

ইউজিসি’র নির্দেশিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি থাকা বাধ্যতামূলক। তাহলে যাদবপুরই কেন তা ছিল না?
সূত্রের খবর, ২০০৯ সাল থেকে ইউজিসি অ্যান্টি র‌্যাগিং নিয়মাবলী মানা হয়নি যাদবপুরে বিশ্ববিদ্য়ালয়ে। ৯ ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে। ইউজিসির চিঠিতে নিশানায় হস্টেল সুপারও!

যে বিষয়গুলি নিয়ে যাদবপুরের কাছে কৈফিয়ত তলব ইউজিসি সেগুলি হল— হস্টেল সুপাররা দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন না। পড়ুয়াদের উপর হস্টেল সুপারদের কর্তৃত্ব ছিল না। পাস করার পরেও ছাত্ররা হস্টেলে থাকে, জানত কর্তৃপক্ষ। সব জানার পরেও কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

Previous articleনির্মলচন্দ্রের শপথ ঘিরে রাজ্য-রাজভবন সংঘাত, ফের আনন্দ বোসকে চিঠি শোভনদেবের
Next articleকেন অ্যান্টি র‌্যা.গিং নিয়মাবলী মানা হয়নি? যাদবপুরের কাছে কৈফিয়ত তলব ইউজিসি’র