Wednesday, August 27, 2025

দীপিকা-পত্রলেখার পরে নজর কাড়ল পরিণীতির ওড়না, জরিতে লেখা প্রিয়তমের নাম

Date:

বলিউডের নায়িকাদের বিয়ের সাজে এখন আর লালের ছড়াছড়ি নেই। তার জায়গায় এখন ট্রেন্ডি প্যাস্টেল শেড। রবিবার, রাঘব-পরিণীতির বিয়েতেও ছিল হালকা রঙের ছোঁয়া। তবে, নজর কেড়েছে পরিণীতির ওড়না। সেখানে ছিল তাঁর প্রিয়তমের নাম- রাঘব।

বিয়ের ওড়নায় প্রেমের সাক্ষর ছিল রাজকুমার রাও  ও পত্রলেখা বিয়েতে। বাঙালি পত্রলেখার ওড়নায় বাংলায় লেখা ছিল প্রেমের প্রতিশ্রুতি। রণবীর সিং ও দীপিকা পাড়ুকনের বিয়েতেও নজর কাড়ে দীপিকার ওড়না। পাড়ে জরির কাজে লেখা ছিল ‘সদা সৌভাগ্যবতী ভবঃ’। এবার পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। চূড়ান্ত গোপনীয়তা ছিল রাঘব-পরিণীতির বিয়ের সাজ নিয়ে। রবিবার, বিয়ের পর সোমবার সকালে নিজেই কিছু ছবি পোস্ট করেন নায়িকা। সেখানে দেখা যায়, মণীশ মলহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছেন তিনি। সেই ওড়নাতেও চমক। মাটি ছোঁয়া লম্বা ওড়নায় জরির এম্ব্রোডারি করা লেখা রাঘব চাড্ডার (Raghav Chadda) নাম।

তবে, পরিণীতির বিয়ের পোশাকের রঙে কোনও চমক ছিল না। অনুষ্কা শর্মা, আলিয়া ভাটের মতোই বিশেষ দিনের জন্য হালকা রঙের পোশাক বাছেন পরিণীতা। বেইজ রঙের লেহেঙ্গা চোলিতে জরি আর মোতির শৌখিন কাজ। তবে, হাতে অতি সূক্ষ্ম সামান্য ডিজাইনের মেহেন্দি ছিল তাঁর। রংটিই পছন্দ ছিল পরিণীতির (Parineeti Chopra)। সঙ্গে পান্নার গয়না।

তরুণ আপ সাংসদ রাঘবের পোশাকের দায়িত্বে ছিলেন পবন সচদেব। তাঁর পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি। পাগড়ি ছিল অফ হোয়াইট রঙের। গলায় মুক্তোর মালা। তবে, এদিন রাঘবের চোখে ছিল না পরিচিত চশমাটি। রবিবার বিয়ের পরে ৩০ সেপ্টেম্বর নবদম্পতির রিসেপশন পার্টি।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version