Friday, January 30, 2026

জীবনের নয়া ইনিংস শুরু করতেই হোঁচট! রাঘবের বিয়ের খরচ নিয়ে বি.স্ফোরক কংগ্রেস বিধায়ক

Date:

Share post:

রবিবারই জীবনের নয়া ইনিংস শুরু করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda) এবং বলি অভিনেত্রী পরিনীতি চোপড়া (Parineeti Chopra)। আর নতুন জীবনে পা দিয়েই নয়া বিতর্কে জড়ালেন আপ নেতা (AAP Leader)। ইতিমধ্যে হাইভোল্টেজ বিয়েকে কেন্দ্র করে মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলের উন্মাদনা বাড়ছিল। এবার বিয়ে নিয়েই চরম অস্বস্তিতে পড়লেন আপ সাংসদ। বিয়ের বিপুল খরচ নিয়েই বর্তমানে ভারতের ‘কণিষ্ঠতম’ সাংসদকে বিঁধলেন পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক (Congress MLA) সুখপাল সিং খইরা (Sukhpal Singh Khaira)।

সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তোলেন, এটা যদি আম আদমির নমুনা হয়, তাহলে খাস (VVIP) কারা? রবিবারই রাজস্থানের উদয়পুরে এক বিলাসবহুল হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আপ নেতা এবং বলি অভিনেত্রী। বিগত কয়েকদিন ধরেই তাঁদের বিয়ের একাধিক অনুষ্ঠান চলছে। সব মিলিয়ে তাঁদের বিয়েতে ঠিক কত অর্থ খরচ হচ্ছে, তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, উদয়পুরের ওই বিলাসবহুল হোটেলের যে ঘরে ছিলেন এই হেভিওয়েট দম্পতি সেই স্যুটে থাকার প্রতি রাতের খরচ ১০ লক্ষ টাকা! আর যা দেখেই চোখ কপালে ওঠার জোগাড়। এরপরই সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডার প্যান এবং আয়কর রিটার্নের তথ্য তুলে ধরে, কোথা থেকে এই বিপুল অর্থ খরচ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পাঞ্জাবের কংগ্রেস নেতা। কংগ্রেস বিধায়ক সুখপালের অভিযোগ, ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার সময় তাঁর বার্ষিক আয় ২ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছিলেন আপ সাংসদ। তবে এই তথ্য সামনে এনে, আপ নেতাকে নয়া জীবনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ সুখপাল। কিন্তু, তাঁর মতো আম আদমি, এক রাতের জন্য ১০ লক্ষ টাকা খরচ করে এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন কীভাবে করলেন, তা নিয়ে প্রশ্নও তুলেছেন সুখপাল।

 

কংগ্রেস সাংসদের দাবি, একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের বিপুল খরচ তিনি কীভাবে করলেন, তা জানাতে হবে রাঘবকে। পাশাপাশি এর দায় নিতে হবে অরবিন্দ কেজরীওয়াল এবং ভগবন্ত মানকেও। উদয়পুরের লীলা প্যালেস হোটেলে বসেছিল হাইভোল্টেজ বিয়ের আসর। শুক্রবারই উদয়পুরে এসে পৌঁছন রাঘব চাড্ডা এবং পরিনীতি চোপড়া। তবে বিয়ের খরচ নিয়ে পাঞ্জাবের কংগ্রেস নেতার এই অভিযোগ, ইন্ডিয়া জোটের উপর প্রভাব ফেলে কী না, সেটাই দেখার।

 

 

 

spot_img

Related articles

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের...