Sunday, May 4, 2025

জীবনের নয়া ইনিংস শুরু করতেই হোঁচট! রাঘবের বিয়ের খরচ নিয়ে বি.স্ফোরক কংগ্রেস বিধায়ক

Date:

রবিবারই জীবনের নয়া ইনিংস শুরু করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda) এবং বলি অভিনেত্রী পরিনীতি চোপড়া (Parineeti Chopra)। আর নতুন জীবনে পা দিয়েই নয়া বিতর্কে জড়ালেন আপ নেতা (AAP Leader)। ইতিমধ্যে হাইভোল্টেজ বিয়েকে কেন্দ্র করে মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলের উন্মাদনা বাড়ছিল। এবার বিয়ে নিয়েই চরম অস্বস্তিতে পড়লেন আপ সাংসদ। বিয়ের বিপুল খরচ নিয়েই বর্তমানে ভারতের ‘কণিষ্ঠতম’ সাংসদকে বিঁধলেন পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক (Congress MLA) সুখপাল সিং খইরা (Sukhpal Singh Khaira)।

সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তোলেন, এটা যদি আম আদমির নমুনা হয়, তাহলে খাস (VVIP) কারা? রবিবারই রাজস্থানের উদয়পুরে এক বিলাসবহুল হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আপ নেতা এবং বলি অভিনেত্রী। বিগত কয়েকদিন ধরেই তাঁদের বিয়ের একাধিক অনুষ্ঠান চলছে। সব মিলিয়ে তাঁদের বিয়েতে ঠিক কত অর্থ খরচ হচ্ছে, তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, উদয়পুরের ওই বিলাসবহুল হোটেলের যে ঘরে ছিলেন এই হেভিওয়েট দম্পতি সেই স্যুটে থাকার প্রতি রাতের খরচ ১০ লক্ষ টাকা! আর যা দেখেই চোখ কপালে ওঠার জোগাড়। এরপরই সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডার প্যান এবং আয়কর রিটার্নের তথ্য তুলে ধরে, কোথা থেকে এই বিপুল অর্থ খরচ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পাঞ্জাবের কংগ্রেস নেতা। কংগ্রেস বিধায়ক সুখপালের অভিযোগ, ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার সময় তাঁর বার্ষিক আয় ২ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছিলেন আপ সাংসদ। তবে এই তথ্য সামনে এনে, আপ নেতাকে নয়া জীবনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ সুখপাল। কিন্তু, তাঁর মতো আম আদমি, এক রাতের জন্য ১০ লক্ষ টাকা খরচ করে এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন কীভাবে করলেন, তা নিয়ে প্রশ্নও তুলেছেন সুখপাল।

 

কংগ্রেস সাংসদের দাবি, একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের বিপুল খরচ তিনি কীভাবে করলেন, তা জানাতে হবে রাঘবকে। পাশাপাশি এর দায় নিতে হবে অরবিন্দ কেজরীওয়াল এবং ভগবন্ত মানকেও। উদয়পুরের লীলা প্যালেস হোটেলে বসেছিল হাইভোল্টেজ বিয়ের আসর। শুক্রবারই উদয়পুরে এসে পৌঁছন রাঘব চাড্ডা এবং পরিনীতি চোপড়া। তবে বিয়ের খরচ নিয়ে পাঞ্জাবের কংগ্রেস নেতার এই অভিযোগ, ইন্ডিয়া জোটের উপর প্রভাব ফেলে কী না, সেটাই দেখার।

 

 

 

Related articles

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...
Exit mobile version