Sunday, August 24, 2025

তিন মাস ধরে নিখোঁজ ছিল মণিপুরের দুই পড়ুয়া। তাদের মধ্যে একজন ছাত্রী। জুলাই মাস থেকেই তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদেরকে খুন করা হয়েছে বলেই জানা গিয়েছে। সম্প্রতি সোশ্যল মিডিয়াতে ভাইরাল হয়েছে কিছু ছবি। তাতেও জানা গিয়েছে যে ওই দুজনকে খুন করা হয়।যাদের খুন করা হয়েছে তাদের নাম হিজাম লিনথোইনগামবি ( ১৭) এবং ফিজাম হেমজিত ( ২০)। এই দুজনেই মেইতেই সম্প্রদায়ের বলে জানা গিয়েছে।

মণিপুরে হিংসা শুরুর পরেই বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট। সম্প্রতি সেই ‘সাসপেনসন’ তুলে নেওয়া হয়েছে। সেখানে ইন্টারনেট আবার চালু হতেই সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে সেই ছবি। মণিপুর সরকার এবং প্রশাসনের আধিকারিকদের নজরে এসেছে সেই ছবি। তাঁরাও জানিয়েছেন যে ওই দুজন সেই নিখোঁজ পড়ুয়া। মণিপুরে মুখ্যমন্ত্রীর দফতর থেকেও জানানো হয়েছে যে ওই দুই ছাত্র-ছাত্রীর নিখোঁজ থাকার বিষয়টি তদন্ত করছে সিবিআই। এর আগে, গত অগাস্ট মাসে মণিপুর সরকার, সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে ওই দুজনকে অপহরণ করেছিল কুকি সশস্ত্র দুষ্কৃতীরা। তারা বিষ্ণুপুরের কাছাকাছি এলাকা থেকে নিখোঁজ হয়।

প্রসঙ্গত, গত ৩ মে থেকে মণিপুরে শুরু হয় মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতি হিংসা। ওই হিংসা এবং সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৫ জনের বেশি। আহত হয়েছেন প্রায় ১২০০ জন। জানা গিয়েছে, যখন মণিপুরে ওই জাতি দাঙ্গা ব্যাপক আকার ধারণ করেছিল তখন থেকেই নিখোঁজ ছিল ওই দুজন পড়ুয়া। গত ৬ জুলাই থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এতদিন পরে তাদের দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ছবিগুলি ভাইরাল হয়, তার মধ্যে একটিতে দেখা গিয়েছে ওই দুজনের মৃত দেহ মাটিতে পড়ে আছে। অন্য একটি ছবিতে দেখা গিয়েছে তারা ভয়ে , আতঙ্কে সিটিয়ে বসে আছে। তাদের ঠিক পিছনেই আছে দুজন সশস্ত্র ব্যক্তি। হিজাম লিনথোইনগামবি নামে ওই ছাত্রী এবং ফিজাম হেমজিতকে খুন করা হয়েছে, ওই ছবি দেখে, তা এক প্রকার নিশ্চিত সেখানের প্রশাসনের আধিকারিকরা।

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version