Wednesday, August 27, 2025

হাইকোর্টের বিচারপতি নিয়োগ ও বদলিতে বিলম্ব কেন্দ্রের, উদ্বেগ প্রকাশ শীর্ষ আদালতের

Date:

হাইকোর্টে ৯ বিচারপতি নিয়োগ ও ২৬ বিচারপতিকে বদলি সংক্রান্ত প্রস্তাব সরকারের কাছে আটকে রয়েছে ১০ মাস ধরে। এই ঘটনায় মঙ্গলবার রীতিমতো উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত।

কেন্দ্রের এমন গাছাড়া মনোভাবে ক্ষুব্ধ বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ বলেন, “২০২২ সালের নভেম্বর থেকে হাইকোর্টের কলেজিয়াম থেকে ৭০ টি নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু সেই তালিকা আমাদের কাছে ফেরত আসেনি। আমি এই সমস্যাটিকে চিহ্নিত করছি কারণ শূন্যপদগুলি একটি বড় সমস্যা। গত ১০ মাস ধরে কোনো নাম আমরা পাইনি। নাম সুপারিশ করা হয় এবং তারপর তাদের নিয়োগ দেওয়া হয় না।” বিচারপতি কৌল আরও বলেছেন, “আমার অনেক কিছু বলার আছে কিন্তু আমি বলছি না। অ্যাটর্নি জেনারেল কেন্দ্রের প্রতিক্রিয়া জানাতে এক সপ্তাহ সময় চেয়েছেন বলে আমি আজ চুপ করে আছি। কিন্তু আমি পরের তারিখে চুপ থাকব না।”

বিচারপতি কৌল মৌখিকভাবে মন্তব্য বলেন, “আমার কাছে থাকা তথ্য অনুযায়ী। ২৬টি বদলি মুলতুবি রয়েছে। মুলতুবি রয়েছে একটি সংবেদনশীল হাইকোর্টে একজন প্রধান বিচারপতির নিয়োগ। ৯ জন বিচারপতি নিয়োগের সুপারিশ সরকার কলেজিয়ামের কাছে ফেরতও পাঠায়নি, অনুমোদনও জানায়নি।” শীর্ষ আদালত যে সংবেদনশীল হাইকোর্টের কথা বলছে সেটি সম্ভবত মণিপুর হাইকোর্ট। বিচারপতি সিদ্ধার্থ মৃদুল, যিনি বর্তমানে দিল্লি হাইকোর্টে আছেন, তাকে ৫ জুলাই মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। গত বছরের নভেম্বরে, সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রীয় আইন সচিবের কাছে প্রতিক্রিয়া চেয়েছিল। মঙ্গলবার শুনানির সময়, অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে সম্ভাব্য প্রার্থীরা নিয়োগে দীর্ঘ বিলম্বের কারণে প্রার্থিতা থেকে তাদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version