শেষ হচ্ছে আশা, ঘুম ভাঙছে না বিক্রম – প্রজ্ঞানের!

সে কি আর জেগে উঠবে? আবার কি ঘুরে বেড়াবে চাঁদের বুকে? চন্দ্রযান ৩ (Chandrayaan 3) নিয়ে আশা আর উদ্বেগ কাটছে না। ২২ তারিখ থেকে টানা চেষ্টা চলছে কিন্তু আজও তা সফল হল না। বারবার ব্যর্থ হতে হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO- কে। ঘুম ভাঙছে না বিক্রম আর প্রজ্ঞানের। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ১৪ দিনের সমান চাঁদের একদিন। ফলে চান্দ্র দিবস শেষ না হওয়া পর্যন্ত ISRO চেষ্টা চালিয়েই যাবে।

ইসরোর (ISRO) পক্ষ থেকে গত শুক্রবার জানানো হয়েছিল, এখন সেখানে সকাল ফলে টানা সূর্যের আলো পড়ছে ল্যান্ডার বিক্রম (Vikram) এবং রোভার প্রজ্ঞানের (Pragyan) গায়ে। যদি সেই আলো থেকে চন্দ্রযান রিচার্জড হতে পারে, তাহলে নতুন করে কাজ শুরু করবে বিক্রম ও প্রজ্ঞান। কিন্তু ল্যান্ডার বা রোভারের যন্ত্রপাতির ব্যাটারি চার্জ হচ্ছে কী না সেটা স্পষ্ট নয়। স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের (Space Application Centre) ডিরেক্টর নীলেশ এম দেশাই জানিয়েছেন যে, এখন ফের বিক্রম-রোভারের সক্রিয় হওয়ার সম্ভাবনা ৫০%।