AITT-তে দারুণ ফল রাজ্যের ITI প্রশিক্ষণপ্রাপ্তদের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সর্বোচ্চ পাশ আউট রেট পেল পশ্চিমবঙ্গ। এ সাফল্যের কথা খোদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এক্সে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ITI প্রশিক্ষণপ্রাপ্ততরা জাতীয় স্তরের পরীক্ষা অল ইন্ডিয়া ট্রেড টেস্টে ভালো পারফর্ম করেছে এটা জানাতে পেরে আনন্দিত। চলতি বছর বিভিন্ন কোর্সের বিভাগ থেকে সারা দেশে ৫০ জন টপারের মধ্যে পশ্চিমবঙ্গের ৮জন ITI ছাত্র রয়েছে যা সারা দেশে সর্বোচ্চ। তাদের মধ্যে চারজন মেয়ে।“

তিনি আরও জানান,”গত বছর, AITT-তে টপারদের মধ্যে পশ্চিমবঙ্গের ১০ জন ছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে TETSD প্রোগ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছিল।“ একইসঙ্গে তিনি জানিয়েছেন, “দেশের সমস্ত প্রধান রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ আইটিআই ছাত্রদের সর্বোচ্চ পাশ আউট শতাংশও অর্জন করেছে।“

আরও পড়ুন- নির্মলচন্দ্রর শপথ: মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, বিধানসভায় বোসকে আহ্বান স্পিকারের