Thursday, November 13, 2025

দিল্লিতে শোরুমের ছাদ কেটে ২৫ কোটি টাকার হিরে এবং সোনা লুঠ! শোরুমের মালিকের দাবি, নগদ এবং গয়না মিলিয়ে মোট ২০-২৫ কোটি টাকা লুট করেছে দুষ্কৃতীরা। দিল্লিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। একটি গয়নার শোরুমের ছাদ কেটে ২৫ কোটি টাকার হিরে এবং সোনার গয়না-সহ নগদ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। রাজধানীতে এই ডাকাতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গপুরা এলাকার একটি শোরুমে এই ডাকাতি হয়েছে। শোরুমের মালিকের দাবি, নগদ এবং গয়না মিলিয়ে মোট ২৫ কোটি টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। প্রত্যেক সপ্তাহের মতো এই সোমবারও বন্ধ ছিল সব দোকান। আর সেই সুযোগেই লুটপাট চালায় ডাকাতরা।

লায় ডাকাতরা।শোরুম মালিক জানিয়েছেন, মঙ্গলবার সকালে শোরুম খুলেই দেখেন সব ওলটপালট হয়ে শোরুম মালিক জানিয়েছেন, রবিবার দোকান বন্ধ করে গিয়েছিলেন। সোমবার পুরো বাজার বন্ধ থাকে, তাই শোরুমে যাননি। কিন্তু মঙ্গলবার সকালে শোরুম খুলেই দেখেন সব ওলটপালট হয়ে পড়ে রয়েছে। শোরুমে রাখা হিরে এবং সোনার সব গয়না গায়েব। নগদ টাকাও উধাও। এর পরই তাঁর চোখ পড়ে শোরুমের ছাদের দিকে। সে দিকে তাকিয়ে আঁতকে ওঠেন শোরুমের মালিক। দেখেন শোরুমের ছাদের একাংশ কেটে ফেলা হয়েছে। এর পরই পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থল ঘুরে দেখে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, শোরুমের শাটার খুললে কেউ টের পেয়ে যাবে এই আশঙ্কায় ছাদ কেটে ঢোকার পরিকল্পনা করেছিল ডাকাতরা। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পড়ে রয়েছে। শোরুমে রাখা হিরে এবং সোনার সব গয়না উধাও হয়ে গিয়েছে। নগদ টাকাও উধাও। এরপরই তাঁর চোখ পড়ে শোরুমের ছাদের দিকে। দেখেন শোরুমের ছাদের একাংশ কেটে ফেলা হয়েছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, শোরুমের শাটার খুললে কেউ টের পেয়ে যাবে এই আশঙ্কায় ছাদ কেটে ঢোকার পরিকল্পনা করেছিল ডাকাতরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

 

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version