এশিয়ান গেমসে ফের সোনা জয়, ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতল ভারতীয় দল

এদিন সোনা জয়ের পাশাপাশি রুপোর পদকও আসে ভারতের ঝুলিতে। সেইলিংয়ে প্রথম পদক আসে দেশে।

এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। এদিন আরও একটি সোনা জিতল ভারত। মঙ্গলবার এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতল ভারতীয় দল। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়াল। ৪১ বছর পর অশ্বারোহণে প্রথম সোনা পেল ভারত।

এদিন সোনা জয়ের পাশাপাশি রুপোর পদকও আসে ভারতের ঝুলিতে। সেইলিংয়ে প্রথম পদক আসে দেশে। সেইলর ইভেন্টে রুপো জেতেন নেহা ঠাকুর। এর আগে শুটিং এবং রোয়িংয়ে রুপো জিতেছিল ভারত। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জেতেন। ধারাবাহিক ভাবে ভাল খেলে দেশকে পদক এনে দিলেন তিনি। নেহা থাইল্যান্ডের নপপাসর্ন খুনবুনজানের বিরুদ্ধে ফাইনালে হারিয়ে রুপোর পদক জিতেলন।

আরও পড়ুন:জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করে কী বললেন লাল-হলুদ কোচ?