Thursday, December 25, 2025

শহুরে ন.কশাল’ কারা? স্পষ্ট করুন মোদি: তীব্র ক.টাক্ষ সাকেতের

Date:

Share post:

’শহুরে নকশাল’ কারা? কীভাবে তাঁদের থেকে সাবধানে থাকতে হবে! প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রককে সরাসরি কটাক্ষ তৃণমূলের। ভোটমুখী মধ্যপ্রদেশের ভোপাল থেকে নরেন্দ্র মোদির অভিযোগ ‘শহুরে নকশাল’-দের ঠেকা দেওয়া হয়েছে কংগ্রেসকে পরিচালনা করার। আর এই নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিবকে (অভ্যন্তরীণ বিষয়ক) চিঠি দিলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhle)।

২০২৪-এর আগে বিজেপির বড় পরীক্ষা ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিরোধীদের পাশাপাশি কেন্দ্রের শাসকদলও জোরকদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সোমবার ভোপালের সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, “কংগ্রেস এখন আরবান নকশালদের ঠিকা নিয়েছে।” এই প্রসঙ্গে সাকেত গোখলে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, ’শহুরে নকশাল’ নামক গোষ্ঠীর বিশদ বিবরণ যেন কেন্দ্র দেয় এবং ভারত সরকার কীভাবে এই গোষ্ঠীটিকে চিহ্নিত করেছে!”

আরও পড়ুন: ডে.ঙ্গি রুখতে ‘স্মোক ফগার’ যন্ত্র কিনছে আলিপুর বডিগার্ড লাইন

একই সঙ্গে ’শহুরে নকশাল’দের নিয়ন্ত্রণ করার জন্য সরকারি তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না সে বিষয়েও প্রশ্ন তোলেন সাকেত। তাঁর দাবি, এটা প্রথমবার নয়, নরেন্দ্র মোদি (Narendra Modi) আগেও বিভিন্ন জায়গায় এই ধরনের মন্তব্য করে সাংবাদিক, সমাজকর্মী থেকে বিরোধী রাজনৈতিক দলকে চিহ্নিত করেছেন। তাঁর মতে, এটা খুবই দুশ্চিন্তার, কারণ প্রধানমন্ত্রী নিজে এরকম একটি গ্রুপের অস্তিত্ব সম্পর্কে বারবার বলছেন। সাকেত গোখেল (Saket Gokhle) চিঠিতে বলেন, “একজন সাংসদ হিসাবে আমি জানতে চাইছি যে স্বরাষ্ট্রমন্ত্রক আরবান নকশাল বলে কোনও বিশেষ গ্রুপকে চিহ্নিত করেছে কিনা এবং এদের চিহ্নিতকরণের মাপকাঠি কি?” তাঁর সংযোজন, প্রধানমন্ত্রীর দাবি মত শহুরে নকশালদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক এখনও কোনও পদক্ষেপ করেছে কিনা। তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রক কয়েক বছর আগে রেকর্ডে আমাকে বলেছিল যে, টুকরে টুকরে গ্যাং বলে কিছুই বিদ্যমান নেই তা সত্ত্বেও মোদি লাগাতার” টুকরে টুকরে গ্যাং” শব্দটি ব্যবহার করে চলেছেন।”

তৃণমূল সাংসদ সাকেত স্পষ্ট জানান, “দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত গুরুত্ব বহন করে এবং তা নিশ্চয়ই বাস্তবসম্মত। তাই দেশকে জানতে হবে কীভাবে ভারত সরকার এবং প্রধানমন্ত্রী মোদি আনুষ্ঠানিকভাবে “শহুরে নকশাল” চিহ্নিত করেছেন, প্রধানমন্ত্রীর মন্তব্যের উপর ভারত সরকারের সরকারী রেকর্ড কী এবং এ বিষয়ে রাজ্য সরকারগুলিকে সচেতন করা হয়েছে কিনা।”

 

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...