Tuesday, August 26, 2025

ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার যুবকের মর্মা.ন্তিক পরিণতি! খু.নের অভিযোগ পরিবারের

Date:

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হুগলির (Hoogli) পরিযায়ী শ্রমিকের। পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে। কিছুদিন আগে বন্ধুদের সঙ্গে জম্মুতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন কোন্নগর কানাইপুর রায়পাড়া এলাকার বাসিন্দা সুরজিৎ দাস (Surajit Das)। কিন্তু হঠাৎ জম্মু থেকে সুরজিৎ দাসের মৃত্যু সংবাদ পৌঁছয় পরিবারের কাছে। অভিযোগ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে।

জম্মুর রমবান জেলার বানিহাল এলাকায় কাজে গিয়েছিলেন সুরজিৎ। তাঁর পরিবারের অভিযোগ, বন্ধুদের কথায় অসঙ্গতি রয়েছে। প্রথমে সুরজিতের বন্ধুরা জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পরে আবার এক বন্ধু জানান, তাঁরা কিছু করেনি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সুরজিতের। দেহ তড়িঘড়ি ময়নাতদন্ত করে বাড়ি পাঠিয়ে দিতে চাইছে ঠিকাদার।

আর এতেই পরিবারের সন্দেহ বাড়ে। মৃতের মা সুলতা দাসের অভিযোগ, ছেলের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। আমরা সেখানে পৌঁছলে তবেই যেন দেহ ময়নাতদন্ত করা হয়। জম্মু গিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানাবে সুরজিতের (Surajit Das) পরিবার। তিন বন্ধুকে ঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চই আসল সত্য সামনে আসবে।

কাজে যাওয়ার পর প্রত্যেকদিন ছেলের সঙ্গে কথা হত। শেষ কথা হয়েছিল রবিবার। এরপর সোমবার আসে মৃত্যু সংবাদ। আর সেই খবর পেয়েই সুরজিতের পরিবার উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়িতে বিষয়টি জানান।

পুলিশ সূত্রে খবর, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। জম্মুতে যেখানে দেহ রয়েছে সেই স্থানীয় থানার পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে।

 

 

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version