Tuesday, August 26, 2025

চার বছর পর ফের পুজোয় মিতিন মাসির অ্যাডভেঞ্চার। আসছে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত মিতিন মাসি ২ অর্থাৎ ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jangole Mitin Masi)। পোস্টার (Poster) লঞ্চের পরে এবার সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রথম গান পোস্ট করলেন স্বয়ং পরিচালক। শুভা মুদগলের কণ্ঠে “গহন উপবন” গানটিতে পুরো ছবির মেজাজটা ধরা পড়েছে।

সুচিত্রা ভট্টাচার্যের (Suchitra Bhattacharya) ‘সারান্ডায় শয়তান’ (Saranday Saytan) অবলম্বনে মিতিন মাসি সিরিজের দ্বিতীয় ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। মূলত হাতি শিকার, পাচার এবং রক্ষা নিয়েই এই ছবি। ২০১৯-এ অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত প্রথম মিতিন মাসি এসেছিল পুজোর আগে। দক্ষ, সাহসী, বুদ্ধিমতী মিতিন মাসিকে দেবীপক্ষেই দর্শকদের সামনে আনতে চান পরিচালক। মিতিন মাসির ভূমিকায় রয়েছেন যথারীতি কোয়েল মল্লিক। বেশ কিছুদিন বিরতির পরে ফের বড় পর্দায় এই ছবির মধ্যে দিয়েই ফিরছেন কোয়েল।

আরও পড়ুন: PMLA মামলা: রিভিউ পিটিশনের শুনানিতে নয়া বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের

অ্যাডভেঞ্চার-রহস্য যে ছবির মূল বিষয়বস্তু তাতে গানের তেমন গুরুত্ব থাকে না। তবে এই ছবিতে সংগীত যে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। তা প্রথম গান প্রকাশের পরেই বোঝা যাচ্ছে। একেবারেই ধ্রুপদী আঙ্গিকে গানটি গেয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী শুভা মুদগল। এই ধরনের গানে তিনি সব সময় সংগীত পরিচালকদের প্রথম পছন্দ। এবং এখানেও তাঁর গায়কি শ্রোতাদের মন কেড়েছে। জঙ্গল-অন্ধকার-লড়াই এইসব মিলিয়েই যেমন এই ছবির গল্প এগিয়েছে। গানেও রয়েছে তারই প্রতিফলন।

গানটি লিখেছেন সুতপা বসু। এই ছবির সংগীত পরিচালক বিক্রম ঘোষ। শুভার গানের সঙ্গে তালবাদ্যে সঙ্গতও করেছেন বিক্রম। গানের পিকচারাইজেশনের মধ্যে রয়েছে গল্পের রহস্যের ছাপ। সবমিলিয়ে “গহন উপবন” গানটি দর্শকদের ‘জঙ্গলে মিতিন মাসি’ দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিল।

 

Related articles

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...
Exit mobile version