বড় সাফল্য কাশ্মীরে, সেনা-পুলিশের যৌথ অভিযানে গ্রে.ফতার ৪ স.ন্দেহভাজন জ.ঙ্গি

জম্মু ও কাশ্মীরে বড়সড় সাফল্য পেল সেনা ও পুলিশ। সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করা হল। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র। জানা গিয়েছে, বদগাম জেলার বিরওয়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। তার পরই ওই চার সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি পিস্তল ও যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গতকালই ভূস্বর্গে বড় সাফল্য পায় সেনাবাহিনী। কুলগাম জেলা থেকে গ্রেফতার করা হয় পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার ৫ জঙ্গিকে। ধ্বংস করে দেওয়া হয় দুটি টেরর মডিউলও। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। যার মধ্যে ছিল দুটি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি ইউবিজিএল গ্রেনেড লঞ্চার, দুটি পিস্তলের ম্যাগাজিন, একে-৪৭-এর গুলি। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা অভিযানের সপ্তম দিনে লস্কর কমান্ডার উজের খানকে খতম করেছিল যৌথবাহিনী। এদিকে জম্মু ও কাশ্মীরে লাগাতার সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আইএসআই। পালটা জবাব দিচ্ছে সেনাবাহিনীও।