Tuesday, December 16, 2025

২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানার বিরুদ্ধে চার্জশিট পেশ

Date:

২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার বিরুদ্ধে চার্জশিট পেশ করল মুম্বই পুলিশ(Mumbai Police)। প্রায় দেড় দশক আগে নারকীয় এই হামলার ঘটনায় অন্যতম চক্রী তাহাউর রানা(Tahawwur Rana) বর্তমানে মার্কিন জেলে বন্দি। দীর্ঘ টানাপোড়েনের পর গত মাসে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে আমেরিকা(America)।

সোমবার বিশেষ আদালতে ৪০০ পাতার চার্জশিট দাখিল করেছে মুম্বই পুলিশ। সরকারি আইনজীবী জানিয়েছেন, মঙ্গলবার বিচারপতির সামনে পেশ করা হবে রানার বিরুদ্ধে দায়ের করা চার্জশিট। অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলেই দাবি পুলিশের। তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (UAPA) মামলা করা হয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে। সরকারি কৌশলী দাবি করেছেন, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানার বিরুদ্ধে বেশ কিছু নতুন তথ্যপ্রমাণ হাতে এসেছে পুলিশের। এদিকে রানাকে ভারতে প্রত্যার্পণ করতে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে জো বাইডেনের প্রশাসন। সবকিছু ঠিকঠাক চললে শীঘ্রই রানাকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শৈশবের বন্ধু পাক জঙ্গি সংগঠন লস্করের অন্যতম সদস্য ডেভিড কোলম্যান হেডলি যে হামলার সঙ্গে যুক্ত, তা জানত রানা। এ ব্যাপারে হেডলিকে সাহায্য করেছিল সে। হামলার জন্য হেডলি কী পরিকল্পনা নিয়েছিল রানা সবই জানত। পরে তদন্তকারীদের কাছে রানার জড়িত থাকার কথা স্বীকার করে নেয় হেডলি। ২০০৮ সালের ২৬ নভেম্বর দশ জঙ্গি হামলা চালায় মুম্বই শহরের একাধিক জায়গায়। মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। আহত হন অসংখ্য মানুষ।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সফরের প্রাপ্তি: এই প্রথম BGBS-র পার্টনার কান্ট্রি স্পেন

Related articles

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর...

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...
Exit mobile version