Wednesday, December 17, 2025

বিচ্ছিন্ন.তাবাদীদের গড় কানাডা: রাষ্ট্রসংঘে তীব্র আক্র.মণ জয়শঙ্করের

Date:

আর কোনও রাখঢাক নয়, এবার রাষ্ট্রসঙ্ঘ থেকে সরাসরি কানাডাকে আক্রমণ শানাল ভারত। স্পষ্ট ভাষায় বিদেশমন্ত্রী এস জয়শংকর(S Jaishankar) জানালেন, গত কয়েক বছরে বিচ্ছিন্নতাবাদী শক্তির মদতে একের পর এক অপরাধ ঘটেছে কানাডায়। অপরাধ থামাতে কানাডাকে তথ্য দিয়ে সাহায্য ও দুষ্কৃতীদের প্রত্যর্পণের দাবি জানিয়েছে ভারত সরকার। তবে রাজনৈতিক কারণে এসবকে গুরুত্ব দেয়নি কানাডা প্রশাসন।

রাষ্ট্রসংঘের ‘ডিসকাশন অ্যাট কাউন্সিল অন ফরেন রিলেশনস’ চলাকালীন মঙ্গলবার বক্তৃতা দিতে গিয়ে দেশের বিদেশমন্ত্রী বলেন, “গত কয়েক বছরে কানাডায় পরিকল্পিতভাবে অপরাধের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বিচ্ছিন্নতাবাদ, উগ্রপন্থার কারণেই এই অপরাধ। কানাডা থেকে কী কী অসামাজিক কার্যকলাপ চলে সেই নিয়ে প্রচুর তথ্য দিয়েছি আমরা। জঙ্গি নেতাদের চিহ্নিত করে প্রত্যর্পণ করতেও অনুরোধ জানানো হয়েছে।” ভারতের অনুরোধ সত্ত্বেও গুরুতর এই বিষয়কে শুধুমাত্র রাজনৈতিক কারণে হেলায় উড়িয়ে দিয়েছে কানাডা প্রশাসন। বিষয়টি যথেষ্ট উদ্বিগ্ন ভারত। এদিন কানাডায় বসবাসকারী ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিদেশমন্ত্রী। কারণ গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন কানাডায় থাকা ভারতের কূটনীতিকরা।

উল্লেখ্য, কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় সরাসরি ভারতের দিকে অভিযোগের তুলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই দাবির পক্ষে প্রমাণ মিলেছে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। তার পরেই কানাডার বিদেশমন্ত্রী জানিয়ে দেন, কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের মধ্যে অন্যতম প্রধান এক আধিকারিককে বহিষ্কার করা হয়েছে। কানাডার এহেন অভিযোগের পালটা জবাব দিয়ে কানাডার এক কূটনীতিককে পাঁচদিনের মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে দিল্লি। পাশাপাশি ভারতের তরফে জানানো হয়েছে, নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে কিনা সেই নিয়ে তথ্য পেশ করুক কানাডা। ভারত সরকার সেই তথ্য অবশ্যই বিবেচনা করে দেখবে। যদিও সেই সংক্রান্ত কোনও প্রমাণ এখনও পেশ করতে পারেনি কানাডা প্রশাসন।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version