Monday, May 5, 2025

স্থায়ী উপচার্য নিয়োগে সার্চ কমিটির সঙ্গে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। এর মধ্যেই স্থায়ী উপচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠন ছাড়াও আরও কিছু বিশেষজ্ঞদের এই কমিটিতে নিয়োগ  করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।সার্চ বা অনুসন্ধান কমিটির সদস্য মনোনয়নের জন্য রাজ্য, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)—তিন পক্ষকেই পাঁচটি নাম জানাতে বলেছিল আদালত। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানায়, সদস্যদের নাম জানার পর প্রত্যেক পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে তিন জনের সার্চ কমিটি গঠন করা হবে। এই কমিটিই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্যের নাম প্রস্তাব করবে। সেই অনুযায়ী তিনপক্ষই ইতিমধ্যেই ৫ জন করে বিশিষ্ট ব্যক্তির নাম জমা দিয়েছে  সার্চ কমিটির জন্য।

দেশের সর্বোচ্চ আদালত এদিন  জানিয়েছে, মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা চাইলে আরও কয়েকটি নাম জমা দিতে পারবেন।তার মধ্যে থাকতে পারবেন বিশিষ্ট শিক্ষাবিদরা, বিজ্ঞানীরা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা।সর্বোচ্চ আদালত বুধবারের শুনানিতে জানিয়েছে, ৪ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারকে লিখিতভাবে জানাতে হবে রাজ্যে মোট কতগুলি সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় আছে এবং সেখানে কোন কোন বিষয় পড়ানো হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে,  ওই বিশ্ববিদ্যালয়গুলিতে এতদিন পর্যন্ত উপাচার্য নিয়োগ কি পদ্ধতিতে করা হয়েছে সে বিষয়েও আদালতকে বিস্তারিত জানাতে হবে ।

বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

 

 

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version