Thursday, August 28, 2025

শিখ নেতার হত্যাকাণ্ডের ঘটনায় ভারত-কানাডা মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে ডালের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভারতে ডাল রফতানি বন্ধ করতে পারে ট্রুডোর দেশ।কানাডা রফতানি বন্ধ করলে স্বাভাবিকভাবেই দেশীয় বাজারে বাড়বে ডালের দাম।

আরও পড়ুনঃখলিস্তানি নেতা নিজ্জর খুনে কানাডাকে সাহায্য করুন, ভারতকে অনুরোধ আমেরিকার

ওয়াকিবহাল মহলের অনুমান, দুই দেশের টানাপোড়েনের মধ্যে বাণিজ্যও বন্ধ হয়ে যেতে পারে। কানাডা থেকে ডাল আমদানি বন্ধ হলে ভারতের বাজারে হু হু করে বাড়বে ডালের দাম। ২০২২-২০২৩ অর্থবর্ষে ভারতের চাহিদার অর্ধেকেরও বেশি ডাল কানাডা থেকেই আসছে। তবে চলতি বছর থেকে কানাডার প্রতি নির্ভরতা কমাতে চাইছেন ভারতের ডাল ব্যবসায়ীরা। সেই কারণে অস্ট্রেলিয়া থেকে ডাল কেনার দিকে আগ্রহী হচ্ছেন তাঁরা। ফলে কানাডার সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা হলেও, কোন সমস্যার সম্মুখীন হতে হবে না ভারতকে।

বেশ কয়েকদিন ধরেই ভারত-কানাডার মধ্যে কূটনৈতিক সংঘাত তুঙ্গে। কানাডার নাগরিক খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতের হাত আছে বলে দেশের সংসদে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে এর পাল্টা জবাব দিয়েছে ভারতও। একইসঙ্গে কানাডার বিদেশমন্ত্রী জানিয়ে দেন, কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের মধ্যে অন্যতম প্রধান এক আধিকারিককে বহিষ্কার করা হয়েছে। কানাডার এই অভিযোগের পালটা জবাব দিয়ে কানাডার এক কূটনীতিককে ৫দিনের মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে দিল্লি। ঠিক এই ঘটনার পর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version