Tuesday, November 11, 2025

শিখ নেতার হত্যাকাণ্ডের ঘটনায় ভারত-কানাডা মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে ডালের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভারতে ডাল রফতানি বন্ধ করতে পারে ট্রুডোর দেশ।কানাডা রফতানি বন্ধ করলে স্বাভাবিকভাবেই দেশীয় বাজারে বাড়বে ডালের দাম।

আরও পড়ুনঃখলিস্তানি নেতা নিজ্জর খুনে কানাডাকে সাহায্য করুন, ভারতকে অনুরোধ আমেরিকার

ওয়াকিবহাল মহলের অনুমান, দুই দেশের টানাপোড়েনের মধ্যে বাণিজ্যও বন্ধ হয়ে যেতে পারে। কানাডা থেকে ডাল আমদানি বন্ধ হলে ভারতের বাজারে হু হু করে বাড়বে ডালের দাম। ২০২২-২০২৩ অর্থবর্ষে ভারতের চাহিদার অর্ধেকেরও বেশি ডাল কানাডা থেকেই আসছে। তবে চলতি বছর থেকে কানাডার প্রতি নির্ভরতা কমাতে চাইছেন ভারতের ডাল ব্যবসায়ীরা। সেই কারণে অস্ট্রেলিয়া থেকে ডাল কেনার দিকে আগ্রহী হচ্ছেন তাঁরা। ফলে কানাডার সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা হলেও, কোন সমস্যার সম্মুখীন হতে হবে না ভারতকে।

বেশ কয়েকদিন ধরেই ভারত-কানাডার মধ্যে কূটনৈতিক সংঘাত তুঙ্গে। কানাডার নাগরিক খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতের হাত আছে বলে দেশের সংসদে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে এর পাল্টা জবাব দিয়েছে ভারতও। একইসঙ্গে কানাডার বিদেশমন্ত্রী জানিয়ে দেন, কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের মধ্যে অন্যতম প্রধান এক আধিকারিককে বহিষ্কার করা হয়েছে। কানাডার এই অভিযোগের পালটা জবাব দিয়ে কানাডার এক কূটনীতিককে ৫দিনের মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে দিল্লি। ঠিক এই ঘটনার পর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে।

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version