Sunday, November 9, 2025

খলিস্তানি নেতা নিজ্জর খুনে কানাডাকে সাহায্য করুন, ভারতকে অনুরোধ আমেরিকার

Date:

খালিস্তানি(Khalistan) জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর(Hardeep sing nijjar) খুনের ঘটনায় কানাডাকে(Canada) সাহায্য করুক ভারত(India), নয়াদিল্লিকে এবার এমনটাই অনুরোধ জানালো আমেরিকা। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকা(America)।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিলার বলেন, “কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যা অভিযোগ এনেছেন তা নিয়ে আমেরিকা খুবই উদ্বিগ্ন। এই বিষয়টি নিয়ে কানাডার কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকা। আমরা মনে করি, এই ঘটনা নিয়ে কানাডার তদন্ত সঠিকভাবে সম্পন্ন হওয়া দরকার। এই তদন্তে সহযোগিতার জন্য ভারতের কাছেও অনুরোধ জানিয়েছি আমরা। প্রকাশ্য ও ব্যক্তিগতভাবে- ভারতের সাহায্য চেয়েছে আমেরিকা।” এর পাশাপাশি নিজ্জর খুনের ঘটনায় মুখ খুলেছেন মার্কিন কংগ্রেসের সদস্য জিম কোস্টা। তিনি বলেন, “কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তা খুবই উদ্বেগজনক। বিদেশ সংক্রান্ত কমিটির সদস্য হিসাবে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চাই আমি। যথাযথভাবে এই খুনের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, কানাডার মাটিতে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে সরাসরি ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর অভিযোগ ভারতের নির্দেশেই হয়েছে এই হত্যা। যদিও ট্রুডোর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত সরকার। সব মিলিয়ে নিজ্জর হত্যাকাণ্ডে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version