Monday, November 3, 2025

ভারতের সেরা দশ স্কুলের তালিকায় জয়জয়কার কলকাতার! দেখে নিন একনজরে

Date:

ফের শিক্ষাক্ষেত্রে জয়জয়কার কলকাতার। দেশের একাধিক স্কুলকে পিছনে ফেলে সেরা ১০ তালিকায় (Top 10) জায়গা করে নিয়েছে শহরের একাধিক স্কুল। বাংলা যে শিক্ষাক্ষেত্রে অনেকের থেকে বেশ কয়েক কদম এগিয়ে তা আবারও প্রমাণ হল। ডবল ইঞ্জিন দরকার (Double Engine Govt) পরিচালিত রাজ্যগুলির থেকে বাংলার শিক্ষাক্ষেত্রে যে নবজোয়ার এসেছে তা বলা চলে। বুধবারই প্রকাশিত হয়েছে অ্যানুয়াল এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র‍্যাঙ্কিং ২০২৩-২০২৪ (Annual Education World School Ranking)। আর সেই র‍্যাঙ্কিংয়ে টেক্কা দিয়ে সংবাদ শিরোনামে উঠে এল কলকাতার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা দশে এই শহরের বেশ কয়েকটি স্কুলের নাম রয়েছে। ভারতের রাজ্য সরকারি স্কুলগুলির মধ্যে সেরা দশে কলকাতার যে যে স্কুলের নাম উঠেছে, তা হল যাদবপুর বিদ্যাপীঠ। দেশব্যাপী ৮ নং স্থান পেয়েছে শহরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ভারতের ফিলানথ্রপি স্কুলের মধ্যে সেরা ১০-এ কলকাতার ফিউচার হোপ স্কুল ৭ নং স্থানে নিজের জায়গা পাকা করে নিয়েছে।

অন্যদিকে, গার্লস ডে স্কুলের মধ্যে সেরা দশের মধ্যে জায়গা পাকা করে নিয়েছে কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস। সারাদেশে ৩ নম্বরে স্থানে রয়েছে তারা। পাশাপাশি সুশীলা বিড়লা গার্লস স্কুল দেশব্যাপী ১০ নম্বরে স্থান পেয়েছে। বয়েজ ডে স্কুলের মধ্যে সেরা দশে কলকাতার ময়রা স্ট্রিটের বিড়লা হাই স্কুল দেশব্যাপী ৩ নম্বরে রয়েছে। পার্ক সার্কাসের ডন বস্কো স্কুল দেশব্যাপী ৬ নং স্থান পেয়েছে। হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ সারা দেশে ৭ নম্বর স্থান পেয়েছে।

এছাড়া ভিনটেজ-লেগ্যাসি গার্লস ডে স্কুলের মধ্যে কলকাতার লা মার্টিনিয়ার ফর গার্লস দেশব্যাপী র‍্যাঙ্কিয়ে ৩ নম্বরে রয়েছে। লরেটো হাউস, মিডলটন দেশব্যাপী ৪ নং স্থানে রয়েছে। অন্যদিকে, ভিনটেজ-লেগ্যাসি বয়েজ ডে স্কুলের মধ্যে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল দেশব্যাপী ৩ নম্বর জায়গা দখল করে নিয়েছে। কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ দেশব্যাপী ৪ নং স্থানে অবস্থান করছে। কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুল দেশব্যাপী ১০ নম্বর স্থান পেয়েছে। মূলত, ডে স্কুল, বোর্ডিং স্কুল, আন্তর্জাতিক স্কুল, সরকারি স্কুল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল এবং সমাজসেবামূলক স্কুল এই সমস্ত ক্যাটাগরির মধ্যে সমীক্ষা করে র‍্যাঙ্কিংয়ের মূল্যায়ন করা হল।

 

 

 

 

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version