এশিয়ান গেমসে ফের সোনা, ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জয় ভারতের

এদিন আরও একটি পদক এসেছে উশু থেকে। উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগে ভারতের রোশিবিনা দেবী রুপোর পদক জিতেছেন।

এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। বৃহস্পতিবার দিনের শুরুতেই এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় দল। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা। তাঁরা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেছেন। ১ পয়েন্ট কম পাওয়ায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল চিনকে। তৃতীয় স্থানে শেষ করে ভিয়েতনাম। এই সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এখনও পযর্ন্ত ৬টি সোনা।

 

ভারতীয় শুটারেরা প্রথম রাউন্ডে স্কোর করেন ২৮৪। দ্বিতীয় থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তাঁদের স্কোর যথাক্রমে ২৮৭, ২৯১, ২৯৪, ২৯০ ও ২৮৮। সব মিলিয়ে ১৭৩৪ পয়েন্ট স্কোর করেন তাঁরা। প্রথম স্থানে শেষ করে সোনা জেতে ভারত।

এদিন আরও একটি পদক এসেছে উশু থেকে। উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগে ভারতের রোশিবিনা দেবী রুপোর পদক জিতেছেন।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Previous articleদুই পড়ুয়ার হ*ত্যাকাণ্ডে ফের অশা*ন্ত মণিপুর! এবার বিজেপি দফতরে হাম*লা
Next articleপেট্রোল -ডিজেলের দাম কোথায় কত?