রূপকথা থেকে চির বিদায় পটারের হেডমাস্টার ডাম্বলডোরের

জাদুরাজ্যে শিশুদের উদ্ভাবনী ক্ষমতা নিয়ে হগওয়ার্টসের (Hogwarts University) হেডমাস্টারকে নানা সিদ্ধান্ত নিতে দেখা গেছে। অনেক অসম্ভবকে সম্ভব করা গেছে। কিন্তু জীবনের মঞ্চে ম্যাজিকটা আর হল না। ৮২ তেই নিভল প্রাণ প্রদীপ। চলে গেলেন ‘হ্যারি পটার'(Harry Potter)খ্যাত আইরিশ-ব্রিটিশ অভিনেতা মাইকেল গ্যামবন (Michael Gambon)। প্রায় পাঁচ দশকের বিস্তৃত অভিনয় জীবনের শুরুটা ছিল থিয়েটারের মঞ্চ। শেক্সপিয়রের না়টক থেকে শুরু করে ‘দ্য লস্ট প্রিন্স’-এ রাজা সপ্তম এডওয়ার্ড, ‘দ্য কিংস স্পিচ’-এ রাজা পঞ্চম জর্জের চরিত্রে অভিনয় করেছিলেন মাইকেল। ২০০৪ সালে হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজ়িতে যোগ দেন। হগওয়ার্টসের হেডমাস্টার ডাম্বলডোর (Professor Dumbledore) হিসেবে তাঁকে আলাদা ভালবাসা দিয়েছিলেন দর্শক। শেষ জীবনে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন জাদুর দুনিয়ার প্রিয় প্রধান শিক্ষক। এবার সব শেষ।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মাইকেল। ‘লেয়ার কেক’, ‘দ্য ইনসাইডার’-এর মতো ছবিতে খলচরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ‘ওথেলো’তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অভিনেতা। পরিবার সূত্রে খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।