Sunday, August 24, 2025

নিয়োগ মামলায় ক.ড়া পদক্ষেপ হাইকোর্টের! সরানো হল ইডির সহকারী ডিরেক্টরকে

Date:

নিয়োগ মামলায় এবার বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। বৃহস্পতিবার ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে (Mithilesh Kumar Mishra) সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। এদিন বিচারপতি সাফ জানান, শুধুমাত্র মিখিলেশকে সরিয়ে দেওয়াই নয়, বাংলার কোনও মামলাতেই আর থাকতে পারবেন না ইডির এই সহকারী ডিরেক্টর। এদিন বিচারপতি নির্দেশ দেন, দ্রুত তাঁর জায়গায় অন্য কোনও আধিকারিককে নিয়ে আসতে হবে। নিয়োগ কাণ্ডে সম্প্রতি ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে চরম ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সিনহা তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলেন, এই ধরনের তদন্ত করার জন্য কি তাঁর প্রশিক্ষণ রয়েছে? শুক্রবার সেই মিথিলেশকে নিয়োগকাণ্ডের সমস্ত তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি সিনহা।

শুক্রবার নিয়োগ মামলার তদন্তে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, আইও তথা ডেপুটি ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্র ক্রমশ আত্মবিশ্বাস হারাচ্ছেন। তাই তাঁকে শুধু এই মামলাই নয়, এই রাজ্যের কোনও মামলাতেই রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য ইডির ডিরেক্টরকে নির্দেশ পাঠিয়েছে আদালত। তবে এদিন বিচারপতি সাফ জানিয়ে দেন, ৩ অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তদন্তের স্বার্থে যে কোনও পদক্ষেপ নিতে পারবে ইডি। তবে বিচারপতির সাফ মন্তব্য, মিথিলেশ কুমার একেবারই আত্মবিশ্বাসী নন এই তদন্তের ব্য়াপারে। আদালত তাঁর উপর বিশ্বাস হারিয়েছে। আর সেকারণেই নিয়োগ মামলার তদন্তের জন্য দ্রুত তদন্তকারী অফিসারকে নিযুক্ত করতে হবে।

তবে এদিন আইনজীবী ফিরদৌস শামিম জানান, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে যে মানি ট্রেলের তদন্ত ইডি করছে, সেই তদন্ত থেকে মিথিলেশ কুমারকে অব্যহতি দিয়েছেন বিচারপতি। একইসঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, তিনি এই রাজ্যের কোনও তদন্তে আর অংশ নিতে পারবেন না। ইডির ডিরেক্টরকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী ৩ তারিখ যে তদন্ত প্রক্রিয়া রয়েছে, তা যেন কোনওভাবেই ব্যহত না হয়।”

 

 

 

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version