Friday, August 22, 2025

“আলাদা ঘরের প্রয়োজন নেই”: বিজেপির রাজ্য দফতরে পৌঁছে ‘অভিমানী’ দিলীপ!

Date:

Share post:

দলে ধীরে ধীরে কমেছে দায়িত্ব! সেকারণেই সংস্কারের নামে বিজেপির সদর দফতর থেকে সরতে হয়েছে দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও রাহুল সিনহাকে (Rahil Sinha)। আর সেই ঘর ভাঙাকে কেন্দ্র করেই গেরুয়া শিবিরের (BJP) অন্দরেই বাড়ছে ক্ষোভ—বিতর্ক। বঙ্গ বিজেপিকে দখল করে নব‌্য ও তৎকাল নেতারা যেভাবে পার্টির পুরনোদের কোণঠাসা করার চেষ্টা শুরু করেছেন, তা নিয়ে সরব দলের বড় অংশই। তবে রাজনৈতিক মহলের মতে, দলের উপর মহলের সঙ্গে কিছুটা হলেও দূরত্ব বাড়ছে সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতির। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য বিজেপির একাধিক নেতা, কর্মীদের সঙ্গে মতপার্থক্য তৈরি হচ্ছে দিলীপের। তবে তিনিও যে একেবারেই দমে যাওয়ার পাত্র নন, তা বৃহস্পতিবার স্পষ্ট করে দিলেন দিলীপ। এদিন দুপুরে তিনি সোজা হাজির হন মুরলীধর সেন লেনের রাজ‌্য দফতরে।

তবে সেখানে গিয়েও নিজের ঘরের চৌকাঠ না পেরিয়ে পাশেই থাকা অমিতাভ চক্রবর্তীর ঘরে বসেন দিলীপ। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও সারেন তিনি। আর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর সাফাই, বিজেপির পরিবার বড় হচ্ছে। সেকারণেই দলের পার্টি অফিস সংষ্কারের কাজ চলছে। এমনকি তাঁর ঘরেও সংষ্কার হচ্ছে। তবে এদিন তাৎপর্যপূর্ণভাবে দিলীপ জানান, আমি রাস্তায় থাকা চা খাওয়া মানুষ। আর সেকারণেই আমার জন্য আলাদা কোনও ঘরের প্রয়োজন হয় না। আর এমন মন্তব্যে ‘ঘর বিতর্ক’ নিজেই উসকে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তবে এ কথা তিনি কার উদ্দেশে এমন মন্তব্য করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- খড়্গপুরে সোনার দোকানে ডা.কাতির চেষ্টা-গু.লি, ড্রোন উড়িয়ে ডা.কাত ধরল পুলিশ

তবে সময় যত গড়িয়েছে দলে শুভেন্দু, সুকান্তদের সঙ্গে মতানৈক্য বেড়েছে দিলীপের। কমেছে মুরলীধর সেন লেনের সঙ্গে ‘আত্মিক যোগাযোগ’ও। তবে তিনি যে এত সহজে কাউকে এক ইঞ্চি জমি ছাড়বেন না, একথা ফের প্রমাণ করলেন দিলীপ। আর সেকারণেই দলের নেতা কর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া থেকে শুরু করে পার্টি অফিসে তাঁর ঘর ভাঙা একাধিক বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। তবে দলীয় কার্যালয়ে নিজের ঘর না পেলেও দিলীপ যে রাস্তায় থেকেই লড়াই করবেন, তা এদিন স্পষ্ট করলেন বিজেপি সাংসদ।

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...