Friday, August 22, 2025

মোদি সরকারের জনবিরোধী নীতি! পাঁচ দশকে সর্বনিম্ন গৃহস্থের সঞ্চয়ের পরিমাণ, জানাল RBI

Date:

চাঞ্চল্যকর রিপোর্ট এবার সামনে আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। রিপোর্টে উঠে এসেছে ২০২২-২৩ অর্থবর্ষে গৃহস্থের সঞ্চয়ের (Household Savings) পরিমাণ ৫.১ শতাংশে নেমে এসেছে। যা আগের বছর ছিল ৭.২%। তবে ১৯৭৬-৭৭ সালের পরে সঞ্চয়ের পরিমাণের এমন হার আর কখনও এত নিচে নামেনি অর্থাৎ গৃহস্থের সঞ্চয় পাঁচ দশকের মধ্যে সর্বনিম্ন। আর রিজার্ভ ব্যাঙ্কের এমন রিপোর্ট সামনে আসতেই মুখ প্যড়েছে মোদি সরকারের (Modi Govt)। রাজনৈতিক মহলের মতে, যেখানে দেশবাসীকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন দেখিয়েছেন সেখানে রিজার্ভ ব্যাঙ্কের এমন রিপোর্ট দেখে মাথায় হাত সবার।

রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে গৃহস্থের সঞ্চয়ের পরিমাণ ৫.১ শতাংশে নেমে এসেছে। যা আগের বছর ছিল ৭.২%। তবে এখানেই শেষ নয়, আরবিআই সূত্রে জানা গিয়েছে, গৃহস্থের দেনার বোঝা জিডিপির ৩৭.৬ শতাংশে পৌঁছেছে। এক বছরে এই ঋণের বোঝা বেড়েছে প্রায় ৫.৮ শতাংশ। তবে এই পরিসংখ্যান দেখে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, সার্বিকভাবে দেশের জিডিপি বৃদ্ধির হার ঠিক থাকলেও নিত্যনৈমিত্তিক খরচ এতটাই বেড়েছে যে সেই খরচ সামলে নিজের হাতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখা কঠিন হয়ে যাচ্ছে মধ্যবিত্তের জন্য। উল্টে বাড়ি, গাড়ি বা অন্যান্য খরচের জন্য সাধারণ মানুষের ঋণের পরিমাণও ক্রমশ বাড়ছে।

তবে রিজার্ভ ব্যাঙ্কের এই রিপোর্টে একেবারেই চিন্তিত নয় কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পরিসংখ্যানে চিন্তার কোনও কারণ নেই। উল্টে এটা ভালো লক্ষণ। সরকারের নীতিতে সাধারণ মানুষ এতটাই আশ্বস্ত যে, টাকা ব্যঙ্কে জমিয়ে না রেখে গাড়ি-বাড়ি কেনার জন্য খরচ করছে। সাধারণ মানুষ ভবিষ্যৎ নিয়ে একেবারেই চিন্তিত নয় বলেই মানুষ ঋণ নেওয়ার সাহস দেখাচ্ছে বলে মত কেন্দ্রের।

 

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version