Thursday, August 21, 2025

গত এক সপ্তাহ ধরে ভারতের সঙ্গে চলছে কূটনৈতিক সংঘাত। এমন আবহে আচমকাই সুর নরম করলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justine Trudeau)। খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের (Hardeep Singh Nijjar) মৃত্যুতে ভারতের হাত রয়েছে, এমনই বিতর্কিত দাবি করে নয়া বিতর্ক উসকে দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। এরপরই ভারত সেই অভিযোগ অস্বীকার করলে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। তবে এই টানাপোড়েন যখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই সময়ই আচমকা পিছু হটলেন ট্রুডো। বৃহস্পতিবার একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে তিনি বলেন, “ভারতের (India) সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, অর্থনৈতিক দিক থেকে ভারত উদীয়মান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। আন্তর্জাতিক ক্ষেত্রে নয়াদিল্লির গুরুত্বও যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত বছরই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আমরা আলোচনা করেছি। তাই ভারতের সঙ্গে বন্ধন আরও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। তবে আচমকা কানাডার প্রধানমন্ত্রীর এমন ভোলবদল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, তবে কী কিছুটা কোনঠাসা হয়েই এমন সিদ্ধান্ত ট্রুডোর? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র? তা নিয়ে উঠতে শুরু করেছে বিস্তর প্রশ্ন।

 

এদিকে খলিস্তানি নেতা নিজ্জরের মৃত্যুর ঘটনায় কানাডার দোষারোপের পরই কড়া অবস্থান গ্রহণ করেছে ভারত। ইতিমধ্যে কানাডার ভিসায় স্থগিতাদেশ জারি করা হয়েছে। বেশ কয়েকজন রাষ্ট্রদূতকে দেশে ফিরে যেতেও বলা হয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে কানাডাও। তবে ট্রুডোর এই মন্তব্য়ের বিরোধিতাও করেছেন সে দেশের কয়েকজন মন্ত্রী। এবার আচমকাই উল্টো সুর খোদ প্রধানমন্ত্রী ট্রুডোর গলাতেও। বৃহস্পতিবার তিনি জানান, ভারতের সঙ্গে কানাডা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বমঞ্চে ভারতের যেভাবে গুরুত্ব বাড়ছে, সে কথা মাথায় রেখে ভারতের সঙ্গে কানাডা ও তার বন্ধু দেশগুলির সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। চলতি বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারের সামনে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় খলিস্তানি নিজ্জর। ট্রুডোর দাবি, ভারতীয় গুপ্তচররা খুন করেছে তাকে। যা অসঙ্গতিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে নয়াদিল্লি।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version