Wednesday, August 27, 2025

দূ.ষণ রোধে শরতেই ‘শীতকালীন কর্ম পরিকল্পনা’ ঘোষণা কেজরিওয়ালের

Date:

তাপমাত্রার পারদ শীতলতা স্পর্শ না করলেও দূষণে ভারী রাজধানীর বাতাস। সেই কারণে সতর্ক দিল্লি (Delhi) প্রশাসন। একদিকে যেমন বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে দিল্লিবাসীকে রক্ষা করতে দীপাবলির আগেই বাজি পোড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে দিল্লি প্রশাসন। অন্যদিকে এবার শরতের শুরুতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal) বায়ু দূষণ মোকাবিলায় ‘শীতকালীন কর্ম পরিকল্পনা’ ঘোষণা করলেন।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, রাজধানীতে দূষণের মাত্রার নিরিখে মোট ১৩ টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য সেই স্থানগুলির জন্য পৃথক পরিকল্পনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  কেজরিওয়াল (Arbind Kejriwal) জানান, “আগামী শীতে রাজধানীর দূষণ পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজর রাখার জন্য তৈরি থাকবে গ্রিন ওয়ার রুম । দিল্লি সরকারের পক্ষ থেকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে” এই হটস্পটগুলি থেকে বায়ু দূষণের প্রধান উৎসগুলি খুঁজে বের করা হয়েছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি শুরু হয়েছে।”  দিল্লির মুখ্যমন্ত্রী কথায়, “ধুলোর হাত থেকে রাজধানীকে রক্ষা করতে ক্রমাগত জলের ব্যবহার করা হবে এবং দিনভর ভারী যানবাহন চলাচল করে এমন প্রায় ৯০টি সড়কের ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহারের  নির্দেশ দেওয়া হবে।”

যানবাহনের দূষণ শংসাপত্র পরীক্ষা করতে এবং অতিরিক্ত গাড়ি চালানো রোধ করতে ৩৮৫টি দল গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন ‘গ্রিন দিল্লি’ মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলে তিনি।

আরও পড়ুন: জালিয়াতি রুখতে আধার-নথি মাস্কিং করুন: কেন্দ্রীয় সংস্থার কাছে আর্জি CID-র

২০১৮ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) দিল্লিতে যথাক্রমে ১০ এবং ১৫ বছরের পুরানো ডিজেল এবং পেট্রোল গাড়ি নিষিদ্ধ করেছিল। দূষণের কথা মাথায় রেখে দিল্লিতে খোলা জায়গায় আবর্জনা পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ৬১১টি দল এটি পর্যবেক্ষণ করবে বলেও এদিন জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

সম্প্রতি এক সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বের সবথেকে দূষিত শহর তালিকায় রয়েছে রাজধানী দিল্লি। এই ভয়ঙ্কর দূষণের জেরে প্রায় ১২ বছর আয়ু কমে যেতে পারে দিল্লিবাসীর। এই হারে দূষণ বাড়তে থাকলে মানুষের জীবন দুর্বিষহ তো বটেই, জীবন থেকে বেশ কয়েকটা বছর হারিয়ে ফেলবেন রাজধানীর বাসিন্দারা। কেজরিওয়ালের দাবি, সরকারের প্রচেষ্টাতে দূষণ আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version