Sunday, May 4, 2025

আজ ফের মিনি ডার্বি। কিশোরভারতীয় ক্রীড়াঙ্গনে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়া স্বাধীনতার পর তৃতীয় দল হিসেবে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং।

আজ শুক্রবার কিশোরভারতীয় ক্রীড়াঙ্গনে সাদা-কালো ব্রিগেডের সামনে মোহনবাগান। কলকাতা লিগের সুপার সিক্সে ফের এক মিনি ডার্বি। সবুজ-মেরুনের সামনে লিগ জয়ের কোনও সম্ভাবনা নেই। গ্রুপ লিগে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে উঠেছে বাস্তব রায়ের দল। সুপার সিক্সে শুক্রবারই প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগানের ডেভেলপমেন্ট টিম। অন্যদিকে, মহামেডান সুপার সিক্সে চারটি ম্যাচই জিতে খেতাবের খুব কাছে। গ্রুপ পর্ব মিলিয়ে ১৬ ম্যাচে মোট ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ডেভিড লাললানসাঙ্গারা। শুক্রবার মোহনবাগানকে হারালে খেতাবি লড়াইয়ে ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবারের ধরাছোঁয়ার বাইরে গিয়ে টানা তিনবার কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করবে মহামেডান। ড্র করলেও লিগ জয়ের দৌড়ে এগিয়ে থাকবে সাদা-কালো ব্রিগেড। কারণ, গোল পার্থক্যেও এগিয়ে রয়েছে তারা। কিন্তু তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বাকি এখনও তিনটি ম্যাচ। শেষ ম্যাচে তারা প্রতিপক্ষকে ১০ গোল দিয়েছে। ফলে গোল পার্থক্যও অনেকটা বাড়িয়ে নিয়েছে বিনো জর্জের দল। তাই ড্র নয়, মোহনবাগানকে হারিয়েই লিগ জিততে মরিয়া সাদা-কালো শিবির।

এই নিয়ে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেছেন, “আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। সমর্থকদের সামনে মোহনবাগান ম্যাচ জিতেই লিগ জিততে চাই।” অন‍্যদিকে মোহনবাগান কোচ বাস্তব রায় বলেছেন, “অঙ্কের বিচারে আমাদের লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। তাই ফুটবলারদের বলেছি, চাপমুক্ত হয়ে নিজেদের সেরাটা দিতে।” মহামেডান জিতলে চ্যাম্পিয়নের ট্রফি পাবে লিগের বাকি সব ম্যাচ শেষ হলে।

আরও পড়ুন:এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে পরপর সোনা জয় ভারতের

Related articles

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...
Exit mobile version